Philips Mobile Phones

Philips Mobile Phones

ডাচ বহুজাতিক এই সংস্থার সদর দফতর আমস্টারডমে। স্বাস্থ্য থেকে শুরু করে কনজিউমার ডিউরাবেলস ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীর মতো বৈচিত্রময় পোর্টফোলিও রয়েছে। স্যাফায়ার লাইফ ভি ৭৮৭ নামে ৫.৫০ ইঞ্চি টাচস্ক্রিনের ডিসপ্লে ও ১০৮০ বাই ১৯২০ রেজোলিউশনের টাচস্ক্রিন সম্পন্ন ফোন লঞ্চ করলেও ভারতীয় বাজারে আর তা পাওয়া যায় না। বর্তমানে ফিলিপস ফিচার ফোনই বিক্রি করে।