Hyundai Venue Facelift: নতুন ভেন্যু আনল হুন্ডাই, দাম কত জানেন ?
Hyundai India: ব্রেজার আগেই ভারতের বাজারে এসে গেল নতুন ফেসলিফটেড হুন্ডাই ভেন্যু। একেবারে ফ্রেস লুক দেওয়া হয়েছে গাড়িতে।
Hyundai India: ব্রেজার আগেই ভারতের বাজারে এসে গেল নতুন ফেসলিফটেড হুন্ডাই ভেন্যু। একেবারে ফ্রেস লুক দেওয়া হয়েছে গাড়িতে। সাব ফোর মিটারের কমপ্যাক্ট এসইউভি সেগম্নেটে এবার য়েকোনও মডেলকে টক্কর দিতে পারবে এই গাড়ি।
Hyundai Venue Facelift: কত দাম গাড়ির ?
নতুন হুন্ডাই ভেন্যু ফেসলিফটের বেস ভ্যারিয়েন্টের দামা রাখা হয়েছে 7.53 লক্ষ (এক্স-শোরুম) টাকা। ভেন্যু ফেসলিফ্ট 6টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সেগুলি হল- E, S, S+, S (O), SX ও SX (O)। গাড়িতে হুন্ডাই তার নতুন প্লাটফর্মের মতো ডিজাইন ল্যাঙ্গোয়েজ দিয়েছে। যাতে পুরোনো ভেন্যু থেকে অনেকটাই আলাদা দেখাচ্ছে গাড়ি।
Hyundai Venue Facelift: গাড়িতে কেমন ডিজাইন ?
এই গাড়ির ডার্ক ক্রোম গ্রিল আলকাজারের মতো দেখতে হলেও এতে কিছু পিয়ানো ব্ল্যাকের ছোঁয়া দেওয়া হয়েছে। যা গাড়িকে অন্যদের থেকে আলাদা করবেই। ডিজাইনের দিক থেকে আপডেট হওয়া ভার্সনের এই গাড়িতে আপনি সামনের গ্রিল, টেললাইট ও কানেক্টেড লাইট সেটআপ পাবেন। যে কারণে গাড়ির চেহারা সতেজ ও বিলাসবহুল দেখাচ্ছে।
Hyundai Venue Facelift: কী ইঞ্জিন থাকছে গাড়িতে ?
ইঞ্জিনের বিকল্প হিসাবে এবার নতুন ভেন্যু ফেসলিফ্টে ১.২ কাপ্পা পেট্রোল সহ ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সে দেওয়া হয়েছে। সঙ্গে ১.০ টার্বো পেট্রোল জিডি আইএমটি ক্লাচলেস ম্যানুয়াল গিয়ারবক্স পাবেন গাড়িতে। এতে পাবেন একটি ডিসিটি ডুয়াল ক্লাচ অটোমেটিক। একটি 1.5l CRDi ডিজেল 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যাবে গাড়ি।
Hyundai Venue Facelift: রূপ ও রং
নতুন হুন্ডাই ভেন্যু ফেসলিফ্ট 6টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে E, S, S+, S (O), SX, SX (O)। এছাড়াও মোট 7 টি রঙের বিকল্প থাকবে (পোলার হোয়াইট, টাইফুন সিলভার, ফ্যান্টম ব্ল্যাক, ডেনিম ব্লু, টাইটান গ্রে, ফায়ার রেড), 1 টি ডুয়াল টোন (ব্ল্যাক রুফ সহ ফায়ার রেড) বিকল্প সহ পাবেন গাড়ি।
আরও পড়ুন : Citroen C3: এসইউভি নয়, পাওয়ার প্যাকড হ্যাচব্যাক আনল সিট্রন