UAN-Aadhar Linking: ৩০ নভেম্বরের মধ্যে করতেই হবে এই কাজ, না হলে সমস্যায় পড়বেন

UAN-Aadhar Linking: আপনি যদি ৩০ নভেম্বরের মধ্যে EPFO-র ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-এর সঙ্গে আধার (Aadhar)নম্বর লিঙ্ক না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কোম্পানি থেকে আসা বরাদ্দ বন্ধ হয়ে যাবে।

Continues below advertisement

UAN - Aadhar Linking: জরুরি খবর ! আপনি যদি আধার কার্ড নম্বরের সঙ্গে EPFO (Employee Provident Fund Organisation) -এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) লিঙ্ক না করে থাকেন, তাহলে এখনই সেরে ফেলুন এই কাজ। ৩০ নভেম্বরের মধ্যে কর্মী সংগঠনের সদস্যদের করতে হবে এই কাজ। অন্যথায় টাকা পেতে সমস্যা হতে পারে আপনার। 

Continues below advertisement

লিঙ্ক না হলে টাকা পেতে সমস্যা : আপনি যদি ৩০ নভেম্বরের মধ্যে EPFO-র ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-এর সঙ্গে আধার (Aadhar)নম্বর লিঙ্ক না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কোম্পানি থেকে আসা বরাদ্দ বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, EPFO থেকে আপনার নিজের কষ্টার্জিত অর্থ তুলতে গিয়েও সমস্যার সৃষ্টি হবে। যদি EPF অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্ট আধার নম্বরের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে EPFO-এর সব পরিষেবা থেকে বঞ্চিত হবেন আপনি।

UAN-Aadhar Linking: কীভাবে করবেন এই লিঙ্ক

 প্রথমে আপনাকে EPFO ​​পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-এ যেতে হবে।

UAN লিখুন ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।

ম্যানেজ সেকশনে KYC-র অপশনে ক্লিক করুন।

পরে পেজ খুললে আপনার EPF অ্যাকাউন্ট লিঙ্ক করার সঙ্গে আরও বিকল্প দেখতে পাবেন।

এই অপশন থেকে আধার বিকল্পটি নির্বাচন করুন। এবার আপনার আধার নম্বর ও নাম লিখে সেভ করুন।

এখানে আপনার দেওয়া তথ্য সেভ করা হবে। তারপর UIDAI-এর ডেটা দিয়ে আপনার আধার যাচাই হবে।

শেষে আপনার KYC নথি সঠিক পাওয়া গেলে আপনার আধার নম্বর অটোমেটিকভাবে আপনার EPF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।

এবার আধারের তথ্যের সামনে Verify লেখা দেখতে পাবেন।

আরও পড়ুন : SBI Customer Alert: গ্রাহক ঠকাতে নতুন ফাঁদ, এই কল থেকে সতর্ক থাকুন

UAN নম্বর কী ?  কোনও কর্মচারী EPFO-তে রেজিস্টার করার সঙ্গে সঙ্গে কর্মচারী এই সংগঠনের সদস্য হয়ে যান। সদস্যপদ পাওয়ার পরই তাঁকে একটি 12 
সংখ্যার UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) দেওয়া হয়। এই নম্বরের সাহায্যে EPFO-র সুবিধা পান ওই কর্মচারী। UAN নম্বরের সাহায্যে একজন কর্মচারী তার PF অ্যাকাউন্টের পাসবুক অনলাইনে দেখতে পারবেন। পাশাপাশি তিনি অনলাইনে তার PF (Provident Fund) ব্যালেন্স চেক করার সুযোগ পাবেন। প্রয়োজনে নমিনেশেনে ব্যক্তির নাম আপডেট করতে পারবেন এই নম্বরের মাধ্যমে।

কারা EPF অ্যাকাউন্টে টাকা রাখেন ? EPFO আইন অনুসারে কর্মচারীর মূল বেতনের 12% প্লাস আরও 12% EPF অ্যাকাউন্টে জমা করা হয়। এই আরও 12% শতাংশ নিয়োগকর্তা (কোম্পানি) কর্মচারীর মূল বেতনের সঙ্গে জমা করেন। এখানে কোম্পানির লায়বিলিটি বা দায় হিসাবে 12%-র মধ্যে 3.67% কর্মচারীর PF অ্যাকাউন্টে জমা করা হয়। বাকি 8.33% কর্মচারীদের পেনশন স্কিম (EPS)এ জমা পড়ে।

আরও পড়ুন : EPF Subscriber Update: EPF-এর এই নিয়মে বড় পরিবর্তন, আপনি জানেন তো ?

আরও পড়ুন : PF Account Alert: পেনশনের এই নম্বর হারিয়েছেন ? এই কয়েক ধাপে পাবেন সমাধান

Continues below advertisement
Sponsored Links by Taboola