এক্সপ্লোর
Advertisement
ওয়াই ফাই-এর স্পিড নিয়ে নাজেহাল? সমস্যার সমাধানে এল এয়ারটেলের wi fi রাউটার
নিশ্চয়ই ভাবছেন, এয়ারটেলের এই নতুন রাউটার ভীষণ দামী হবে? কিন্তু এয়ারটেল 1GBPS-এর ওয়াই ফাই প্ল্যানের সঙ্গে এই রাউটার পাওয়া যাবে পুরোপুরি ফ্রিতে।
নয়াদিল্লি: আমাদের লাইফস্টাইল পুরো পালটে দিয়েছে করোনা। এখনও অনেকেই করছেন ওয়ার্ক ফ্রম হোম, অফিসই বলে দিয়েছে, পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে। আর মোবাইলের ইন্টারনেট অফিসের ৮-৯ ঘণ্টার ইন্টারনেট প্রয়োজনীয়তা মেটাতে পারছে না, দরকার পড়ছে ব্রডব্যান্ড। শুধু অফিস নয়, স্মার্টফোন থেকে ল্যাপটপ বা স্মার্ট টিভি- সবেতেই তো ইন্টারনেট লাগে। কিন্তু ডিভাইস যত বাড়ছে, তত কমছে নেটের গতি। কাজও ব্যাহত হচ্ছে ভীষণভাবে।
কিন্তু জানেন কি, নেটের গতি কম হওয়ার এক মাত্র কারণ আপনার ব্রডব্যান্ড কানেকশন নয়। ইন্টারনেটের গতি কম হলেই আমরা দোষ দিই ব্রডব্যান্ড কানেকশনের স্পিডকে কিন্তু এ জন্য আসল অপরাধী হল কম ক্ষমতার ওয়াই ফাই রাউটার, ব্রডব্যান্ডের স্পিড না।
এয়ারটেল (Airtel) এবার মানুষের এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে। এয়ারটেল তাদের ফাইবার প্ল্যানে নিয়ে এসেছে 1GBPS স্পিড, এর সঙ্গে তারা এমন রাউটার তৈরি করেছে যা ওয়াই ফাই-তে 1GBPS স্পিড সাপোর্ট করছে। বাজারে প্রথম থেকে যে সব রাউটার রয়েছে, তাতে শুধু LAN-এর সময় 1GBPS স্পিড পাওয়া যায়। কিন্তু এয়ারটেলের এই নয়া রাউটার ওয়াই ফাই-তেই 1GBPS স্পিড দেওয়ার সাধ্য রাখে। শুধু এই নয়, এই রাউটার ব্যবহার করে আপনি একাধিক স্মার্ট ডিভাইসের দ্রুত গতি উপভোগ করতে পারবেন।
মুখের কথায় হয়তো আপনার পুরোপুরি বিশ্বাস হবে না কিন্তু উদাহরণের মাধ্যমে বিষয়টি আপনাকে বোঝানো যেতে পারে। 1GBPS স্পিডের অর্থ হল যে আপনি 4K রেজোলিউশনের 4GB সাইজের ভিডিও মাত্র তিন মিনিটের মধ্যে ডাউনলোড করতে পারবেন। আর যদি কম্পিউটারে অনলাইন গেম খেলেন তবে 95GB-র আপডেট ডাউনলোড করতে সময় লাগবে মাত্র ২০ মিনিট।
এয়ারটেলের নতুন এই ওয়াই ফাই রাউটার শুধু আপনাকে উন্নততর স্পিডই দিচ্ছে না, এর রেঞ্জও অনেক দূর। এই রেঞ্জ আরও ছড়িয়ে দেওয়ার জন্য ওয়াই ফাই রাউটারে ৪টি অ্যান্টেনা রয়েছে। এ জন্য ইন্টারনেট চালানোর জন্য আপনাকে বিশেষ কোনও জায়গায় গিয়ে থাকতে হবে না, বাড়ির যেখানে সেখানে বসে ওয়াই ফাইয়ের সুবিধে উপভোগ করতে পারবেন।
নিশ্চয়ই ভাবছেন, এয়ারটেলের এই নতুন রাউটার ভীষণ দামী হবে? কিন্তু এয়ারটেল 1GBPS-এর ওয়াই ফাই প্ল্যানের সঙ্গে এই রাউটার পাওয়া যাবে পুরোপুরি ফ্রিতে। এ জন্য একটিও টাকা বেশি দিতে হবে না। এয়ারটেল প্রথম থেকেই ব্রডব্যান্ড পরিষেবায় অন্যান্যদের থেকে অনেক এগিয়ে। আর এবার এই রাউটার আপনার ওয়াই ফাই ব্যবহারের অভিজ্ঞতা পুরোপুরি ভিন্ন স্তরে নিয়ে যাবে।
বেশ কয়েকটি সংস্থা 1GBPS গতি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এয়ারটেলই শুধু বাস্তবে নিজেদের ব্রডব্যান্ড পরিষেবায় প্রকৃত অর্থে 1GBPS গতি উপহার দিয়েছে।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
ক্রিকেট
Advertisement