IPO Alert: এই আইপিওতেই নজর বিনিয়োগকারীদের, বাজারে আসার আগেই ১০০০ কোটির বেশি আয়; কিনলে মুনাফা হবে ?
Ather Energy IPO: অ্যাথার এনার্জির মোট ইস্যু সাইজ রয়েছে ২৯৮১.০৬ কোটি টাকা। এর মধ্যে ২৬২৬.৩০ কোটি টাকার মধ্যে ৮.১৮ কোটি নতুন শেয়ার ইস্যু করা হবে এবং ১.১ কোটি শেয়ার অফার ফর সেলে বিক্রি করা হবে।

IPO News: বৈদ্যুতিন টু-হুইলার সংস্থা অ্যাথার এনার্জি আর কিছুদিনের মধ্যেই বাজারে তাদের আইপিও নিয়ে আসতে চলেছে। আগামীকাল সোমবার ২৮ এপ্রিল থেকে এই ইস্যু চালু করা হবে বিডিংয়ের জন্য, সাবস্ক্রিপশন চলবে আগামী ২ মে পর্যন্ত। আর এই আইপিও (IPO News) লঞ্চ হওয়ার আগেই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছে এই সংস্থা। এর মধ্যেই সংস্থা ১৩৪০ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে। এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে অ্যাথার এনার্জি সংস্থা মোট ৩৬ জন অ্যাঙ্কর বিনিয়োগকারীকে (Upcoming IPO) প্রতি শেয়ারে ৩২১ টাকা হারে ৪.১৭ কোটি শেয়ার বরাদ্দ করেছে। এই সংস্থার শেয়ারের প্রাইসব্যান্ড ধার্য করা হয়েছে ৩০৪ টাকা থেকে ৩২১ টাকা পর্যন্ত।
বহু বড় বড় বিনিয়োগকারী অংশ নেন
অনেক বড় বড় দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অ্যাঙ্কর বুকে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে ক্যাস্টরি ব্যাঙ্ক অফ জাপান, ফ্র্যাঙ্কলিন টেম্পলটন, আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, ইস্টস্প্রিং ইনভেস্টমেন্টস, মরগ্যান স্ট্যানলি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং সোসাইটি জেনারেলের মত নাম। আর ভারতের পিএসবিআই মিউচুয়াল ফান্ড, আদিত্য বিড়লা সান লাইফ এমএফ, আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড, ইনভেসকো মিউচুয়াল ফান্ডের মত সংস্থাগুলিও বিনিয়োগ করছে।
আইপিওর ইস্যু সাইজ
অ্যাথার এনার্জির মোট ইস্যু সাইজ রয়েছে ২৯৮১.০৬ কোটি টাকা। এর মধ্যে ২৬২৬.৩০ কোটি টাকার মধ্যে ৮.১৮ কোটি নতুন শেয়ার ইস্যু করা হবে এবং ১.১ কোটি শেয়ার অফার ফর সেলে বিক্রি করা হবে যার মোট মূল্য রয়েছে ৩৫৪.৭৬ কোটি টাকা।
খুচরো বিনিয়োগকারীদের জন্য সর্বনিম্ন লট সাইজ রয়েছে ৪৬টি শেয়ারের। এর জন্য আপনাকে মোট ১৩,৯৮৪ টাকা বিনিয়োগ করতে হবে। সব পরিকল্পনা অনুযায়ী ২ মে শেয়ার বরাদ্দ করা হবে বিনিয়োগকারীদের। ৬ মে ২০২৫ অ্যাথার এনার্জির শেয়ার বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















