Jhunjhunwala starting Airline: কম খরচে মধ্যবিত্তের স্বপ্নপূরণ, নতুন এয়ারলাইন্স চালুর ভাবনা
কোটিপতি ব্যবসায়ী দেশে আগামী চার বছরের মধ্যে ৭০টি উড়ান চালুর কথা জানিয়েছেন।
![Jhunjhunwala starting Airline: কম খরচে মধ্যবিত্তের স্বপ্নপূরণ, নতুন এয়ারলাইন্স চালুর ভাবনা Big bull Jhunjhunwala to start an airline, know in details Jhunjhunwala starting Airline: কম খরচে মধ্যবিত্তের স্বপ্নপূরণ, নতুন এয়ারলাইন্স চালুর ভাবনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/28/7b02ac2b4c247fdf3affa91b73ea1423_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভারতে বিমান চলাচলকে আরও সহজ করে তুলতে বড় ভাবনা দেশের কোটিপতি শিল্পপতি রাকেশ ঝুনঝুনওয়ালার। দেশে বিমান চলাচলের ক্ষেত্রে এবার বড় পরিকল্পনা নিয়েছেন তিনি। আগামী দিনে ভারতের আরও অনেক মানুষকে আকাশপথে ভ্রমণে করানোর ইচ্ছে প্রকাশ করেছেন।
৬১ বছর বয়সি কোটিপতি ব্যবসায়ী দেশে আগামী চার বছরের মধ্যে ৭০টি উড়ান চালুর কথা জানিয়েছেন। ব্লুমবার্গ ডটকমকে রাকেশ ঝুনঝুনওয়ালা জানিয়েছেন তিনি আশাবাদী যে ভবিষ্যতে আরও বেশি মানুষ আকাশপথে ভ্রমণ করবেন।
রাকেশ ঝুনঝুনওয়ালা এই উদ্যোগের জন্য ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বিবেচনা করছেন। ব্লুমবার্গ টেলিভিশনকে একটি সাক্ষাত্কারে ঝুনঝুনওয়ালা বলেছেন সেই এয়ারলাইন্সের ৪০ শতাংশ শেয়ারের মালিক তিনিই। ব্লুমবার্গ টেলিভিশনকে একটি সাক্ষাত্কারে বলেছেন যে তিনি আগামী ১৫ দিনের মধ্যে দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রণ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার প্রত্যাশা করছেন।
জানা গিয়েছে, নতুন বিমান সংস্থার নাম হবে 'অক্ষ এয়ার'। এই সংস্থার প্রতিটি বিমানে ১৮০ জন যাত্রী বহন করতে পারবে। ইতিমধ্যেই ডেল্টা এয়ারলাইন্সের এক প্রাক্তন এক্সিকিউটিভ আধিকারিক যোগ দিয়েছেন। ভারতীয় শিল্পমহলে রাকেশ ঝুনঝুনওয়ালা 'ভারতের ওয়ারেন বাফেট' নামে পরিচিত।
পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে অন্যান্য দেশের তুলনায় দ্রুত হারে বাড়ছে ভারতে বিমান যাত্রীর সংখ্যা। কম খরচে তাই মধ্যবিত্তদেরও উড়ানে অভ্যস্ত করতে চান ব্যবসায়ী। রাকেশ ঝুনঝুনওয়ালা এই উদ্যোগ সম্পর্কে আত্মবিশ্বাসী। করোনাকালে বিমান চলাচল শিল্প সঙ্কটের সময়কালের মধ্য দিয়ে চলেছে। ভারতে অসামরিক বিমান চলাচল মুখ থুবড়ে পড়েছে। বন্ধ হয়েছে জেট এয়ারলাইন্স, কিংফিশার। সেখানে এই পরিকল্পনা নিসন্দেহে বিরাট পদক্ষেপ ঝুনঝুনওয়ালার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)