Govt Employee: ৯টার মধ্যেই ঢুকতে হবে অফিসে, দেরি হলে কঠোর 'শাস্তি' ! সরকারি কর্মীদের সময় বেঁধে দিল কেন্দ্র ?
Govt Employee Rule: কেন্দ্র সরকারের কর্মী বিভাগ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী ৯টা ১৫-র মধ্যে অফিসে না ঢোকেন, সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
Central Govt Employee: সকাল ৯টার মধ্যেই অফিসে ঢুকতে হবে সরকারি কর্মচারীদের। এবার কি সরকারি কর্মীদের (Govt Employee Timings) সময় বেঁধে দিল কেন্দ্র ? সরকারের এই নতুন নির্দেশিকায় নির্দিষ্ট নিয়ম মেনেই অফিসে ঢুকতে হবে কর্মচারীদের (Govt Employee)। পনেরো মিনিট ছাড় দেওয়া হবে কর্মীদের, তবে সকাল ৯টা ১৫-র মধ্যে অফিসে না ঢুকলে কঠোর 'শাস্তি' পেতে হবে। কেন্দ্র সরকারের কর্মী ও প্রশিক্ষণ বিভাগ (DoPT) সারা দেশে কোটি কোটি কেন্দ্র সরকারি কর্মীদের সকাল ৯টা ১৫-র মধ্যে অফিসে ঢোকার নির্দেশ দিয়েছে বলেই জানা যাচ্ছে একটি রিপোর্টে। কী বলছে সেই প্রতিবেদনে ?
বিজ্ঞপ্তি জারি করেছে সরকার
কেন্দ্র সরকারের কর্মী বিভাগ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী (Govt Employee) ৯টা ১৫-র মধ্যে অফিসে না ঢোকেন, সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আর এমন ঘটনা ঘটলে সেই কর্মীর দেরির জন্য কাটা যাবে অর্ধেক দিনের ছুটি। এমনকী সেই প্রতিবেদনে বলা হয়েছে যে কোনও ব্যক্তি ছুটি নিতে চাইলে তাঁকে একদিন আগে জানাতে হবে এবং জরুরিকালীন ছুটির ক্ষেত্রেও আবেদন করতে হবে।
দেরিতে আসার অভ্যাস আছে কর্মীদের
কেন্দ্রীয় সরকারি অফিসগুলি (Govt Employee) সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত খোলা থাকে। কিন্তু অনেক কর্মচারী আছেন যারা সময়মত অফিসে আসেন না। এমনকী অনেক কর্মচারীদের আসা-যাওয়ার সময়ের কোনও ঠিক থাকে না। অনেক কর্মচারী ৭টার পরও অফিস থেকে বেরোন।
সরকারের কাছে দীর্ঘদিনের দাবি
২০১৪ সালে কেন্দ্রে মোদি সরকার গঠনের পর দীর্ঘ সময় ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Govt Employee Office Timing) অফিসে আসার সময় ও নিয়মানুবর্তিতা নিয়ে বিধি কার্যকর করার দাবি উঠছিল। কর্মচারীরা যদিও এর বিরোধিতা করে এসেছেন। কর্মচারীরা (Govt Employee) বলছেন অনেকেই দূর দূরান্ত থেকে অফিসে আসেন, যাত্রাপথে সময় নষ্ট হতে পারে। তবে যারা দেরি করে অফিসে আসেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র, এমনটাই জানা যাচ্ছে রিপোর্টে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Multibagger Stock: ১ লাখ বিনিয়োগে ৭ মাসেই টাকা দ্বিগুণ ! বিপুল ধনী করেছে এই শেয়ার