Chinese Defence Stocks Down : ভারত চিনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতেই বড় ধাক্কা, চিনা কোম্পানির ডিফেন্স স্টকে ৬ শতাংশের বেশি ধস
Operation Sindoor : মঙ্গলবার চিনা প্রতিরক্ষা সংস্থা ঝুঝো হংডা ইলেকট্রনিক্স কর্পোরেশন লিমিটেডের শেয়ারের দাম ৬.৪২ শতাংশ বা ২.৫৬ ইউয়ান কমে ৩৭.৩৩ ইউয়ানে দাঁড়িয়েছে।

Operation Sindoor : এটা ছিল কেবল সময়ের অবস্থা। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে চিনের এয়ার মিসাইল ভারত ধ্বংস করতেই ধসে গেল চিনা প্রতিরক্ষা কোম্পানির স্টক। মঙ্গলবার চিনা প্রতিরক্ষা সংস্থা ঝুঝো হংডা ইলেকট্রনিক্স কর্পোরেশন লিমিটেডের শেয়ারের দাম ৬.৪২ শতাংশ বা ২.৫৬ ইউয়ান কমে ৩৭.৩৩ ইউয়ানে দাঁড়িয়েছে।
কী অবস্থা এই স্টকের
তথ্য বলছে-গত মাসে কোম্পানির শেয়ারের দাম ৭.৩৭ শতাংশ বা ২.৯৭ ইউয়ান কমেছে। তবে, ৫ দিনের ট্রেডিং সেশনে শর্ট রিকভারির পর স্টকটি ৭.৫৮ শতাংশ নেমেছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে, চিন পাকিস্তানে সরবরাহ করা পিএল-১৫ ক্ষেপণাস্ত্র দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে ব্যর্থ হয়েছে। যার ফলেই আজ স্টকটির দাম কমেছে।
কোথা থেকে সংঘাতের শুরু
৯ ও ১০ মে রাতে পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি ও সামরিক পরিকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায়। যার মধ্যে ছিল চিনা পিএল-১৫ ক্ষেপণাস্ত্র এবং তুরস্কের তৈরি বাইকার ইআইএইচএ কামিকাজে ড্রোন সহ উন্নত অস্ত্রশস্ত্র। তবে ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সমস্ত হুমকি প্রতিহত করে।
পাকিস্তানের জেএফ-১৭ ও জে-১০ যুদ্ধবিমানে ব্যবহৃত পিএল-১৫, একটি বিয়ন্ড-ভিজ্যুয়াল-রেঞ্জ (বিভিআর) এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র। যা সহজেই নিষ্ক্রিয় করে দেয় দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা। এই বাধা চিনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। যেকারণে চিনা কোম্পানির স্টকের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমেছে। ইতিমধ্যেই চিনা ক্ষেপনাস্ত্র ধ্বংসের বিষয়ে জানিয়েছে ভারতের এয়ার মার্শাল এ.কে. ভারতী।
ভারতের ডিফেন্স স্টকে নতুন গতি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশবাসীর উদ্দেশে ভাষণের পরই দুরন্ত গতি দেখাল এই কোম্পানির স্টকগুলি। সোমবারই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ১২ মে সেই ভাষণে পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন মোদি। পাশাপাশি সামরিক সরঞ্জামে ভারতে তৈরি অস্ত্র নিয়ে গর্ব করেন তিনি। ১৩ মে তার ভাষণের পরদিন সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী সরকারি কোম্পানিগুলির শেয়ারের দামে বিপুল লাভ দেখা গেছে।
আজ কী হয়েছে এই স্টকগুলিতে
এদিন নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স প্রায় ৪ শতাংশ বেড়ে ৭,৪১৬-পয়েন্টে পৌঁছেছে। ভারত ডায়নামিক্স (বিডিএল) এর শেয়ার সবচেয়ে বেশি লাভবান হয়েছে, ৭ শতাংশ বেড়ে ১,৬৮৩.৯০-এ পৌঁছেছে এই স্টক। ভারত ডায়নামিক্স একটি বেসরকারি খাতের কোম্পানি। এটি আকাশ মিসাইল সিস্টেম তৈরির অর্ডার পেয়েছে।






















