Cigarette Price Hike : শীঘ্রই দাম বাড়বে সিগারেটের ? কবে থেকে আরও দামি
GST : শীঘ্রই তামকজাত দ্রব্যের ওপর আরও পণ্য পরিষেবা কর বা জিএসটি (GST) বাড়াতে পারে সরকার।

GST : আরও দামি হতে পারে সিগারেট (Cigarette Price Hike)। শীঘ্রই তামকজাত দ্রব্যের ওপর আরও পণ্য পরিষেবা কর বা জিএসটি (GST) বাড়াতে পারে সরকার। সেই কারণে সাধারণভাবেই বেড়ে যাবে সিগারেটের দাম।
সম্প্রতি প্রকাশিত হয়েছে এই রিপোর্ট
দ্য ইকোনমিক টাইমস (ইটি) এর একটি রিপোর্ট বলছে, সরকার সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের উপর পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বাড়াতে পারে। সরকার এই পণ্যগুলির উপর ক্ষতিপূরণ সেস ধার্য করা বন্ধ করে দিলে এই পরিবর্তন ঘটতে পারে। বর্তমানে, সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্যগুলি শুল্কের ওপর 28% দিতে হয়।
যা মোট করের বোঝাকে 53% এ নিয়ে যায়। এই GST বাড়িয়ে 40% করা হলে আরও দাম বাড়বে এই পণ্যের। বর্তমানে জিএসটি কাউন্সিলের অধীনে মন্ত্রীদের প্যানেল এই সমস্যাটি পর্যালোচনা করছে। সেই করতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সুপারিশ জমা দেবে বলে আশা করা হচ্ছে।
কেন এই জিএসটি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হতে পারে
সরকার তামাকজাত দ্রব্য সেবন নিরুৎসাহিত করতেই এই ভারী কর আরোপ করছে। ভারতে সিগারেটের উপর বর্তমান কর 53%, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রস্তাবিত 75% থেকে কম। ভারতে তামাক ও তামাকজাত দ্রব্য থেকে বিপুল কর রাজস্ব আয় হয়। 2022-23 সালে তারা সরকারি আয়ে 72,788 কোটি টাকা অবদান রেখেছে।
কত টাকা শুল্ক লাগে
তামাকজাত দ্রব্যের উপর ক্ষতিপূরণ সেস বর্তমানে 5%, এর সঙ্গে পণ্যের দৈর্ঘ্য, ফিল্টার ও গন্ধের উপর নির্ভর করে প্রতি 1,000 সিগার বা সিগারেটের জন্য 2,076 থেকে 4,170 টাকা অতিরিক্ত নির্দিষ্ট শুল্ক। জিএসটি কাউন্সিল এর আগে তামাকজাত পণ্যের উপর কর পুনর্বিবেচনার জন্য তৎকালীন ওড়িশার অর্থমন্ত্রী নিরঞ্জন পূজারির নেতৃত্বে মন্ত্রীদের একটি গ্রুপ (জিওএম) গঠন করেছিল। আগামী দিনে সিগারেটের উপর জিএসটি বাড়ানো বা নতুন আবগারি শুল্ক প্রবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রী প্যানেলের সুপারিশ পর্যালোচনা করে জিএসটি কাউন্সিল গ্রহণ করবে।
কী বলছেন চিকিৎসকরা ?
পশ্চিমী দেশগুলিতে এই ক্যানসারের হার অনেকটাই কম বলে জানাচ্ছেন চিকিৎসক। ক্যানসার মুক্ত ভারত ক্যাম্পেনের চিফ অঙ্কোলজিস্ট চিকিৎসক আশিষ গুপ্ত সংবাদমাধ্যম আইএএনএসকে বলেন, পশ্চিমী দেশগুলিতে এই ক্যানসারের হার মাত্র ৪ শতাংশ। সেখানে ভারতে সব ধরনের ক্যানসারের মধ্য়ে ২৭.৫ শতাংশই হল হেড অ্যান্ড নেক ক্যানসার।
কোন কারণে বাড়ে রোগীমৃত্যু
চিকিৎসক আশিষের কথায়, তামাকজাত দ্রব্য, অ্যালকোহল, পান মশলা খাওয়ার অভ্যাস থেকেই এমনটা হয়ে থাকে। অন্যদিকে ঠিকমতো পুষ্টিকর খাবার যেমন সবুজ শাকসবজি না খাওয়ার ফলে এই ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ে। বিপদ বাড়ে আরেকটি কারণেও। চিকিৎসকদের কথায়, রোগীরা এই রোগ ৬০-৭০ শতাংশ পর্যন্ত ছড়িয়ে গেলে তবেই চিকিৎসা (cancer treatment) করাতে আসেন। যে কারণে চিকিৎসা করার সুযোগ থাকে কম। রোগীমৃত্যুর হার বেশি হয়।






















