PM Internship Scheme 2025 : মোদি সরকার দিচ্ছে সুযোগ, মাসে পাবেন ৫০০০ টাকা , কবে আবেদনের শেষ তারিখ ?
Government Schemes : এবার দ্বিতীয় রাউন্ডের জন্য পিএম ইন্টার্নশিপ শুরু করছে কেন্দ্রীয় সরকার। জেনে নিন, কী লাগবে যোগ্যতা। কতদিনের মধ্যে করতে হবে রেজিস্ট্রেশন ?

Government Schemes : আরও একবার এই সুযোগ দিচ্ছে মোদি সরকার (PM Modi) । এবার কাজ শেখার সময়েই শিক্ষানবীশরা (PM Internship Scheme 2025) পাবেন মাসে ৫ হাজার টাকা। এবার দ্বিতীয় রাউন্ডের জন্য পিএম ইন্টার্নশিপ শুরু করছে কেন্দ্রীয় সরকার। জেনে নিন, কী লাগবে যোগ্যতা। কতদিনের মধ্যে করতে হবে রেজিস্ট্রেশন ?
পিএম মোদির এই স্কিমে বিপুল সাড়া
প্রথম রাউন্ডে 6 লাখেরও বেশি আবেদনের অভূতপূর্ব প্রতিক্রিয়ার পর প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PMIS) তার দ্বিতীয় রাউন্ড চালু করেছে। যেখানে 1 লাখেরও বেশি ইন্টার্নশিপ পদের প্রস্তাব দিয়েছে সরকার। এই স্কিমটি উচ্চাকাঙ্ক্ষী তরুণ পেশাদারদেরকে তেল ও গ্যাস, ব্যাঙ্কিং, হসপিটালিটি, অটোমোটিভ, ম্যানুফ্যাকচারিং এবং এফএমসিজি সহ বিভিন্ন সেক্টরের নেতৃস্থানীয় সংস্থাগুলিতে 12-মাসের মাসিক টাকায় ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে।
দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে এই উদ্যোগ
প্রধানমন্ত্রীর এই উদ্যোগে সব মিলিয়ে 730টি জেলা ও 300টিরও বেশি দেশের সেরা কোম্পানি অংশগ্রহণ করছে। মূলত, যুবকদের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের ও পেশাদার নেটওয়ার্কে কাজ করার অভিজ্ঞতা দেওয়ার জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আবেদনকারীরা সেক্টর, কর্মক্ষেত্রে আগ্রহের উপর ভিত্তি করে ইন্টার্নশিপ বেছে নিতে পারেন। এমনকী এই ক্ষেত্রে সুবিধার জন্য তাদের বর্তমান ঠিকানা থেকে একটি নির্দিষ্ট এলাকা ঠিক করা যেতে পারে। এই দ্বিতীয় রাউন্ডে প্রতিটি প্রার্থী সময়সীমার আগে সর্বোচ্চ 3টি ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PMIS) যোগ্যতা, সুবিধা
কর্পোরেট বিষয়ক মন্ত্রকের নেতৃত্বে, স্কিমটির লক্ষ্য 21 থেকে 24 বছর বয়সীদের কাজের সুযোগ করে দেওয়া। বর্তমানে যারা শিক্ষার্থী তাদের কাজ শিখিয়ে পূর্ণ-সময়ের নিযুক্ত করাই সরকারের এই প্রকল্পের কাজ। এই স্কিমে নির্বাচিত ইন্টার্নরা মাসে 5,000 টাকা সাহায্য পাবে। পরবর্তীকালে 6,000 এর এককালীন সহায়তা দেওয়া হবে তাদের। এই ইন্টার্নশিপগুলি ন্যূনতম ছয় মাসের জন্য করা হবে।
কারা পাবেন এই সুযোগ
১ যারা ফুল-টাইম চাকরি করছেন তারা এই সুযোগ পাবেন না।
২ এই ক্ষেত্রে পরিবারের সদস্য (শিক্ষানবীশ নিজে/স্ত্রী/মাতাপিতা) বার্ষিক 8 লাখ টাকার বেশি আয় করলে তিনি এখানে আবেদন করতে পারবেন না।
৩ কেউ সরকারি চাকরি করলে এখানে আবেদন করতে পারবেন না।
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PMIS) দ্বিতীয় রাউন্ডের শেষ তারিখ
প্রার্থীরা 12 মার্চ, 2025 পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PMIS) এর জন্য কীভাবে আবেদন করবেন
1 https://pminternship.mca.gov.in/login/-এ যান।
2 'রেজিস্ট্রেশেন নাও' এ ক্লিক করুন।
3 আপনার নম্বর লিখুন এবং কমপ্লিটে ক্লিক করুন।
Traffic Rules: এরা স্কুটার বা বাইক চালালে এবার ২৫ হাজার টাকা জরিমানা, ভুলেও করবেন না এই ভুল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
