CoWIN Data Breach: সরকারি CoWIN অ্যাপ থেকে চুরি গেছে ডেটা ! টেলিগ্রাম অ্যাপে পাওয়া যাচ্ছে ভিআইপিদের ব্যক্তিগত তথ্য
Digital Fraud: কোভিডকালে (Covid 19) টিকাপ্রাপ্ত ভিআইপিদের বিবরণ চলে এসেছে প্রকাশ্যে। টেলিগ্রাম অ্যাপে সহজেই পাওয়া যাচ্ছে মন্ত্রী, সাংবাদিক ছাড়াও সাংসদদের তথ্য।
Digital Fraud: কোভিডকালে (Covid 19) টিকাপ্রাপ্ত ভিআইপিদের বিবরণ চলে এসেছে প্রকাশ্যে। টেলিগ্রাম অ্যাপে সহজেই পাওয়া যাচ্ছে মন্ত্রী, সাংবাদিক ছাড়াও সাংসদদের তথ্য। অভিযোগ, কোভিড -19 টিকাকরণের সময় CoWIN অ্যাপ থেকেই ফাঁস হয়েছে এই ডেটা। বিরোধীদের অভিযোগ, এই ঘটনা কেন্দ্রীয় সরকারের সবথেকে বড় দায়িত্বজ্ঞনহীনতার পরিচয়।
CoWIN Data Breach: কোথায় কীভাবে পাওয়া যাচ্ছে তথ্য
CoWIN অ্যাপে রেজিস্টার্ড নাগরিকদের ডেটা ও ব্যক্তিগত তথ্য এখন টেলিগ্রাম অ্যাপে বিনামূল্যে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ। টেলিব্রাম বট (Telebram bot) ব্যবহার করে সহজেই পাওয়া যেতে পারে তথ্য। মিডিয়া রিপোর্ট অনুসারে,এই বট জন্মতারিখ, ফোন নম্বর, আধারের বিবরণ, প্যান নম্বর , এমনকি পাসপোর্টের বিবরণের মতো বিশদ বিবরণ দিতে সক্ষম। অভিযোগ, যে কেউ এটি অ্যাক্সেস করতে পারে।
দ্য নিউজ মিনিটের একটি প্রতিবেদন বলছে, বটটি ব্যবহার করেসহজেই তেলেঙ্গানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী কালভাকুন্তলা তারাকা রামা রাও (জনপ্রিয়ভাবে কেটিআর নামে পরিচিত), ডিএমকে লোকসভার সদস্য কানিমোঝি করুণানিধির মতো বেশ কয়েকজন রাজনীতিবিদদের বিবরণ পাওয়া গেছে। বিজেপি তামিলনাড়ুর সভাপতি কে আন্নামালাই, লোকসভার কংগ্রেস সদস্য কার্তি চিদাম্বরম এবং বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনের ডেটাও সহজেই পাওয়া যায়। পরে যাচাই করা হয় সেই তথ্য।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলের টুইট করে জানিয়েছেন, রাজ্যসভার সাংসদ ও তৃণমূল নেতা ডেরেড ও'ব্রায়েন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, কে সি ভেনুগোপাল, সাংবাদিক রাজদীপ সরদেশাই ও বরখা দত্তের বিবরণ ওই একইভাবে পাওয়া গেছে।
টিকাদান অভিযানের সময় বেশিরভাগ ভারতীয় তাদের ফোন নম্বর ব্যবহার করে CoWIN-এ রেজিস্ট্রেশন করেছিলেন। CoWIN অ্যাপে রেজিস্টার্ড ব্যবহারকারীদের বিবরণ শুধুমাত্র একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) প্রবেশ করার পরেই দেখা যায়। টেলিগ্রাম বট ব্যবহার করে, ওটিপি ব্যবহার না করেই এই বিশদ বিবরণ পাওয়া যেতে পারে।
টিএনএম-এর মতে, এই অ্যাপের বিষয়ে আশ্বস্ত করেছিলেন ন্যাশনাল হেলথ অথরিটির প্রধান কর্মকর্তা আরএস শর্মা। যিনি গত বছরের জানুয়ারিতে CoWIN অ্যাপ "নিরাপদ এবং সুরক্ষিত" হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও তিনি ডেটা ফাঁসের বিষয়ে মন্তব্য করতে চাননি। সেই সময়, তিনি জানান, এটি কেবল ওটিপির মাধ্যমেই খোলা সম্ভব। বিরোধীদের বক্তব্য, বর্তমানে ওই বক্তব্যের আর কোনও সারবত্তা রইল না।
আরও পড়ুন : Pet Insurance: পোষ্যের জন্যও নিতে পারেন বিমা, কেনার আগে অবশ্যই জানুন এই বিষয়গুলি