Humayun Kabir: কত মানুষ এখানে কর্ম সূত্রে আছে, কেউ তো তাদের বিরোধিতা করি না : হুমায়ুন কবীর
ABP ANANDA LIVE : হুমায়ুন কবীর বলেন, মুর্শিদাবাদের মানুষ, বাংলাতে কত ওড়িশা, এই ঝাড়গ্রাম, বিহার, ইউপি—কত মানুষ এখানে কর্ম সূত্রে আছে, কারও তো অসুবিধা হয় না। আমরা বাঙালিরা, বাংলার মানুষ, কেউ তো তাদের বিরোধিতা করি না। প্রশাসনকে যত রকম আমার যারা কর্মকর্তা, তাদের পাঠিয়েছি।
পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করা হল। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হল। রেল অবরোধও হল। জাতীয় সড়ক ১২ আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষদের একাংশ। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মহেশপুরে এভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বেলডাঙ্গার মহেশপুরে তীব্র উত্তেজনা। জাতীয় সড়ক থেকে বিক্ষোভ ছড়িয়েছে রেল লাইনে এবং বিক্ষোভকারীরা বলছেন, অবরোধ চলছে, চলবে। তাঁদের একাংশের কিছুটা বিক্ষোভ প্রশমিত হলেও, সবার বিক্ষোভ এখনো প্রশমিত হয়নি। ফলে স্বাভাবিক করতে বেশ কিছুক্ষণ এখনো সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তবে যে সকালের দিকে যে তীব্রতা ছিল, তীব্রতা কিছুটা হলেও কমেছে। কিন্তু যে দীর্ঘ যানজট হয়েছে, তার ফলে জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরূদ্ধ হওয়ার ফলে যানজট কিন্তু রয়েছে এখনও পর্যন্ত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম


















