Credit Card Rules: ফের ক্রেডিট কার্ডের নিয়মে বদল আনল এই ব্যাঙ্ক, পাবেন না বেশ কিছু সুবিধে
ICICI Bank Credit Card: জানা গিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক বিমা, বিদ্যুৎ ও জলের বিল, জ্বালানি তেল, মুদিখানার পণ্য কেনার জন্য আগে যে সুবিধে দিত গ্রাহকদের, যে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যেত তা পাওয়া যাবে না।
ICICI Bank Credit Card: এখনকার দিনে ক্রেডিট কার্ডের ব্যবহার মানুষের মধ্যে বেড়েই চলেছে। এতে বেশ কিছু ব্যক্তি যেমন লাভবান হচ্ছেন, তেমনি ব্যাঙ্কগুলিও (ICICI Bank Credit Card) এই ক্রেডিট কার্ডের থেকে বিপুল মুনাফা করছে। তবে কয়েকদিন আগেই নতুন অর্থবর্ষের শুরুতে বেশ কিছু ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের (Credit Card Rules) নিয়মে বদল এনেছিল। এবার আরও একবার নিয়মে বদল আনল আইসিআইসিআই ব্যাঙ্ক। কী সুবিধে হবে গ্রাহকদের ? কোন কোন পরিষেবা আর পাওয়া যাবে না ?
জানা গিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক বিমা, বিদ্যুৎ ও জলের বিল, জ্বালানি তেল, মুদিখানার পণ্য কেনার জন্য আগে যে সুবিধে দিত গ্রাহকদের, যে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যেত তা আর এখন থেকে পাওয়া যাবে না। তবে বিমানবন্দরের লাউঞ্জে ক্রেডিট কার্ড ব্যবহারের সীমা দ্বিগুণ করেছে এই ব্যাঙ্ক। এই বছর এই নিয়ে দ্বিতীয়বার বদলে গেল ক্রেডিট কার্ডের নিয়ম। আগামী ১৫ নভেম্বর থেকেই এই নিয়মগুলি কার্যকর হবে বলে জানা গিয়েছে।
স্কুল-কলেজের ফি জমা দিলে ১ শতাংশ চার্জ কাটবে
এর আগেও আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডে কিছু নিয়মে বদল এনেছিল। এখনও পর্যন্ত বিমানবন্দরের লাউঞ্জে এই ক্রেডিট কার্ড ব্যবহার করতে গেলে ত্রৈমাসিকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকার খরচ করার সীমা ধার্য ছিল, এবার আগামী ১৫ নভেম্বর থেকে এই সীমা বাড়িয়ে করা হয়েছে ৭৫ হাজার টাকা পর্যন্ত। একটি ত্রৈমাসিকের জন্য এটি বিশাল একটি অঙ্ক বলাই যায়। আইসিআইসিআই ব্যাঙ্কের সমস্ত ক্রেডিট কার্ডেই এই নিয়ম প্রযোজ্য হবে। এর মধ্যে বেশ কিছু কো-ব্র্যান্ডেড কার্ডও রয়েছে। তবে ক্রেডিট কার্ডের মাধ্যমে স্কুল-কলেজের ফি জমা দিলে তার জন্য ১ শতাংশ সার্ভিস চার্জ কাটবে বলে জানানো হয়েছে। ক্রেড, পেটিএম, চেক কিংবা মোবিকুইকের মাধ্যমে এই পেমেন্ট করলে তবেই ১ শতাংশ চার্জ কাটবে। তবে স্কুল বা কলেজের ওয়েবসাইট থেকে সরাসরি পেমেন্ট করলে বা কোনও পিওএস মেশিনে পেমেন্ট করলে এই চার্জ কাটা হবে না।
বিমা ও ইউটিলিটি পেমেন্টের রিওয়ার্ড পয়েন্ট কমেছে
এছাড়াও বিমা ও ইউটিলিটি বিল পেমেন্টের জন্য রিওয়ার্ড পয়েন্ট কমিয়ে দিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। প্রিমিয়াম কার্ডহোল্ডাররা একই খাতে অর্থাৎ বিমা ও ইউটিলিটির জন্য ৮০ হাজার টাকা পর্যন্ত খরচ করলে এক মাসে, তবে রিওয়ার্ড পয়েন্ট পাবেন। তবে অন্য কার্ডহোল্ডারদের জন্য এই খরচের সীমা ধার্য করা হয়েছে ৪০ হাজার টাকা। যদি এক মাসে ইউটিলিটি খাতে খরচ ৫০ হাজার টাকার বেশি হয়, তাহলে ১ শতাংশ ট্রানসাকশান চার্জ দিতে হবে গ্রাহককে। এছাড়া রিওয়ার্ড পয়েন্টের উপর ক্যাপিংও ধার্য করা হয়েছে। মুদিখানা ও ডিপার্টমেন্টাল স্টোরের কেনাকাটায় সাধারণ গ্রাহকরা ২০ হাজার টাকা পর্যন্ত এবং প্রিমিয়াম গ্রাহকরা ৪০ হাজার টাকা পর্যন্ত খরচে রিওয়ার্ড পয়েন্ট পাবেন।
জ্বালানি তেল ভরাতেও নতুন লিমিট
ফুয়েল সারচার্জের ক্ষেত্রেও একটি নতুন লিমিট ধার্য করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। এখন থেকে প্রতি মাসে পেট্রোল ডিজেলের জন্য আপনি সর্বোচ্চ ৫০ হাজার টাকা খরচ করতে পারেন এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে। এমারেল্ড মাস্টার কার্ড ও মেটাল ক্রেডিট কার্ডে এই লিমিট স্থির করা হয়েছে ১ লক্ষ টাকা পর্যন্ত।
আরও পড়ুন: Noel Tata: টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা, কত কোটির সম্পত্তি তাঁর ?