Dividend Stock: একটা শেয়ার থাকলেই পাবেন ১৫৬ টাকা ! বিপুল মুনাফা হবে এই স্টকে; কেনা আছে ?
Stock Market: গত সপ্তাহের শেষ ট্রেডিং দিনে এই সংস্থার স্টকের দাম ০.৫৭ শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে ৩৬৪৬.৭৫ টাকায়। সংস্থার বাজার মূলধন রয়েছে ১৬ হাজার ৬০৭ কোটি টাকা।

Stock Market News: আকজো নোবেল ইন্ডিয়া লিমিটেড সংস্থা সম্প্রতি ২০২৫-২৬ অর্থবর্ষের জুন ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে আর এই ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই সংস্থার বোর্ড প্রতি শেয়ারে ১৫৬ টাকা করে বিশেষ ডিভিডেন্ডের ঘোষণাও করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতি শেয়ারে ১৫৬ টাকা করে পাবেন বাড়তি আয় হিসেবে।
কালই শেষ সুযোগ
সাধারণত যে কোনও সংস্থা যখন তাদের শেয়ারে ডিভিডেন্ড ঘোষণা করে তখন তার জন্য একটি নির্দিষ্ট রেকর্ড ডেটও রাখা থাকে। অর্থাৎ এই নির্দিষ্ট দিনের আগে যাদের কাছে এই সংস্থার শেয়ার কেনা থাকবে তাদের দেওয়া হবে ডিভিডেন্ড। আগামীকাল ১১ অগাস্টই রয়েছে আকজো নোবেল ইন্ডিয়া লিমিটেড সংস্থার ডিভিডেন্ডের রেকর্ড ডেট। অর্থাৎ এই দিনের পরে এই শেয়ার কিনলে বা বাজি ধরলে আর ডিভিডেন্ডের সুযোগ পাবেন না। ৩০ দিনের মধ্যেই যোগ্য বিনিয়োগকারী শেয়ারহোল্ডারদের এই ডিভিডেন্ড দেওয়া হবে। ১০ অগাস্ট পর্যন্ত যাদের নাম এই তালিকায় রয়েছে তারাই কেবল শেয়ারের ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
গত মাসেও ডিভিডেন্ড দিয়েছিল সংস্থা
জুলাই মাসের শুরুতেই পেইন্ট ইন্ডাস্ট্রির এই সংস্থা তাদের বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সেই সময় সংস্থা জানিয়েছিল যে তারা প্রতি শেয়ারে ৩০ টাকা চূড়ান্ত ডিভিডেন্ড দেবে। ২৫ জুলাই এর জন্য রেকর্ড ডেট স্থির করা হয়েছিল আগের মাসে। জুলাইয়ের আগে ২০২৪ সালের নভেম্বর মাসে এই সংস্থা ৭০ টাকার চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছিল। বলাই বাহুল্য আগের বছর এই সংস্থা বছরে তিন বার ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। অর্থাৎ এভাবেই বিনিয়োগকারীরা গত বছর একটি শেয়ার থেকেই মোট ১২৫ টাকা করে ডিভিডেন্ড পেয়েছিলেন।
শেয়ারের হাল
গত সপ্তাহের শেষ ট্রেডিং দিনে এই সংস্থার স্টকের দাম ০.৫৭ শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে ৩৬৪৬.৭৫ টাকায়। সংস্থার বাজার মূলধন রয়েছে ১৬ হাজার ৬০৭ কোটি টাকা। ২০২৫ সালে এই শেয়ার এখনও পর্যন্ত ১১ শতাংশ পতনে রয়েছে। এই স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর রয়েছে ৪৬৪৯ টাকায় এবং সর্বনিম্ন স্তর রয়েছে ৩০৪৫ টাকায়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)





















