Dividend Stocks: এপ্রিলে এই ৫ স্টক কেনা থাকলে পাবেন বাড়তি মুনাফা, ডিভিডেন্ড ঘোষণা করেছে সংস্থাগুলি
Stocks to Buy: বিনিয়োগকারীরা এখন নিশ্চিত ও কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকেই ভরসা রাখছেন। আপনিও যদি আগামী মাসে পরোক্ষ আয় করতে চান, তাহলে এই ৫ স্টক কিনে রাখতে পারেন।

Stock Market: ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের মত নিশ্চিত উপার্জনের সুযোগ শেয়ার বাজারে পেতে চাইলে ডিভিডেন্ডের উপর ভরসা করতে পারেন আপনিও। বাজারের অবস্থা ভাল হোক বা খারাপ যে কোনও পরিস্থিতিতে আপনি এই ডিভিডেন্ডের (Dividend Stocks) মাধ্যমে আয় করতে পারেন। ডিভিডেন্ড স্টকের মাধ্যমে বাড়তি মুনাফা তো হয়ই, উপরন্তু লং টার্মে সেই সমস্ত স্টকের দামও বাড়ে। ২০২৫ সালে বাজারে যে রকম প্রবল উথাল পাথাল হল, সেই ভিত্তিতে (Stock Market) বিনিয়োগকারীরা এখন নিশ্চিত ও কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকেই ভরসা রাখছেন। আপনিও যদি আগামী মাসে পরোক্ষ আয় করতে চান, তাহলে এই ৫ স্টক কিনে রাখতে পারেন।
তালিকায় প্রথমেই আছে CRISIL
ডিভিডেন্ড দেবে- শেয়ার পিছু ২৬ টাকা
রেকর্ড ডেট- ১৪ এপ্রিল ২০২৫
কতবার ডিভিডেন্ড দিয়েছে- ২০১১ থেকে ৬১ বার ডিভিডেন্ড দিয়েছে
তালিকায় দ্বিতীয় স্থানে আছে Schaeffler India
ডিভিডেন্ড দেবে- শেয়ার পিছু ২৮ টাকা
রেকর্ড ডেট- ২৩ এপ্রিল ২০২৫
কতবার ডিভিডেন্ড দিয়েছে- ২০০৩ থেকে ২৩ বার ডিভিডেন্ড দিয়েছে
তৃতীয় স্থানে আছে Sanofi India
ডিভিডেন্ড দেবে- শেয়ার পিছু ১১৭ টাকা
রেকর্ড ডেট- ২৫ এপ্রিল ২০২৫
কতবার ডিভিডেন্ড দিয়েছে- ২০০৩ থেকে ৪৬ বার ডিভিডেন্ড দিয়েছে
চতুর্থ স্থানে আছে Sanofi Consumer Healthcare
ডিভিডেন্ড দেবে- শেয়ার পিছু ৫৫ টাকা
রেকর্ড ডেট- ২৮ এপ্রিল ২০২৫
পঞ্চম স্থানে আছে ADC India Communications
ডিভিডেন্ড দেবে- শেয়ার পিছু ২৫ টাকা
রেকর্ড ডেট- ২ এপ্রিল ২০২৫
কতবার ডিভিডেন্ড দিয়েছে- ২০০৩ থেকে ২৯ বার ডিভিডেন্ড দিয়েছে
ডিভিডেন্ড স্টকে কী সুবিধে কী অসুবিধে
ডিভিডেন্ড স্টকের বেশ কিছু সুবিধে ও অসুবিধে রয়েছে। ডিভিডেন্ড স্টকে নিয়মিত নিশ্চিত আয়ের সুযোগ রয়েছে। তাছাড়া কম্পাউন্ডিংয়ের সুবিধেও রয়েছে এই ধরনের স্টকে। তবে এই ধরনের স্টকে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন সেভাবে হয় না অন্যান্য স্টকের তুলনায়। বেশি অঙ্কের ডিভিডেন্ড দিলে এই ধরনের স্টকগুলি সংস্থায় বিনিয়োগ কমিয়ে দিতে পারে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
