Gold Price: বুধবারে পতন সোনার দামে, বাংলায় সোনা কিনতে স্বস্তি ! এখনই কিনলে কত কমে পাবেন ?
Gold Silver Price Today on 16 July: বাংলার বাজারে ১ ভরি সোনা কেনার সময় খরচ অল্প হলেও কম হবে আজকের দিনে। দেখে নিন রেটচার্টে আজ কত দর চলছে সোনার।

Gold Rate: সোনার দামে আজ বুধবার ১৬ জুলাই ব্যাপক পতন বাংলার বাজারে। আজ সোনা কিনতে অনেকটাই স্বস্তি পাবেন গ্রাহুরা। ২৪ ক্যারাট, ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম বেশ কিছুটা কমে (Gold Price Today) গিয়েছে আজ। গতকালের থেকে আজ সোনার গয়না গড়ালে কত সাশ্রয় হবে ? দেখে নিন নতুন রেটচার্টে কী সুখবর রয়েছে আপনার জন্য। সাধারণত ডলারের বিপরীতে টাকার দাম, অপরিশোধিত তেলের দাম ইত্যাদির উপর নির্ভর করে সোনার দাম কখনও কমে, কখনও বাড়ে। বাংলার বাজারে ১ ভরি সোনা কেনার সময় খরচ অল্প হলেও কম হবে আজকের দিনে। দেখে নিন রেটচার্টে আজ কত দর চলছে সোনার।
আজকের সোনার দাম (১৬ জুলাই, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৯৭২৩ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯২৩৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৮৮৪৮ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৫৮৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,১১,২৫৭ |
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
দেশে সোনা কেনাকে শুভ হিসাবে ধরা হয়
ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।
সোনার গয়না কেনার সময় হলমার্ক দেখে নেওয়া জরুরি
হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।






















