Gold Price Today: মঙ্গলবারে স্বস্তি গ্রাহকদের, সস্তা হল সোনা ! আজ কিনলে কত কমবে খরচ ?
Gold Price Today on 10 June: সপ্তাহের প্রথম দিনে সোনা কিনতে অনেকটাই বেশি খরচ হয়েছিল, তবে এবার সেই খরচ থেকে স্বস্তি পেয়েছেন গ্রাহকরা। আজ ১০ জুন মঙ্গলবার বাংলার বাজারে কমেছে সোনার দাম।

Gold Silver Price: সোনা কিনতে আজ খানিক কম খরচ হবে আপনার। বাংলার বাজারে আজ সোনার দাম কিছুটা কমে এসেছে গতকালের তুলনায়। গতকাল সোমবার সপ্তাহের প্রথম দিনে সোনা (Gold Price Today) কিনতে অনেকটাই বেশি খরচ হয়েছিল, তবে এবার সেই খরচ থেকে স্বস্তি পেয়েছেন গ্রাহকরা। আজ ১০ জুন মঙ্গলবার বাংলার বাজারে কমেছে সোনার দাম। তবে রুপোর দাম আজও তরতরিয়ে বেড়ে চলেছে।
ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।
আজকের সোনার দাম (১০ জুন, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৯৫৪৮ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯০৭০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৮৬৮৮ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৪৪৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,০৬,৮৯৩ |
সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:
সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি। ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।
গয়নায় হলমার্ক: হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।






















