GST 2.0 : জিএসটি সংস্কারের ফলে কমবে বাংলার এই ১১টি পণ্যের দাম
Nirmala Sitharaman : এই দাম কমার তালিকায় রয়েছে রাজ্যের ১১টি পণ্য়ের নাম।

Nirmala Sitharaman : দেশে নতুন করে জিএসটি সংস্কারের ফলে কমবে অনেক জিনিসের দাম। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে মোদি সরকারের সেই সিদ্ধান্ত। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই দাম কমার তালিকায় রয়েছে রাজ্যের ১১টি পণ্য়ের নাম।
ঠিক কী বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
বৃহস্পতিবার কলকাতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, জিএসটি হার হ্রাসের ফলে দেশের প্রতিটি নাগরিক উপকৃত হবেন। তবে বাংলার অর্থনীতি ও জনগণের উপকারের জন্য ১১টি নির্দিষ্ট পণ্যের উপর করের হার ৫ শতাংশে কমানো হয়েছে। জিএসটি ২.০ আউটরিচ প্রোগ্রামে ভাষণ দিতে গিয়ে সীতারমন আরও উল্লেখ করেন, ২২ সেপ্টেম্বর থেকে সংস্কারগুলি কার্যকর করার সিদ্ধান্ত মূলত দুর্গাপূজার আগে গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্যই দেওয়া হয়েছে।
কোন ১১ টি পণ্যের নাম রয়েছে তালিকায়
শান্তিনেকেতন চামড়াজাত পণ্যের উপর জিএসটি ৫ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে বাঁকুড়া টেরাকোটার কারুশিল্পের উপর হারও এখন ৫ শতাংশ, যা কারিগরদের সাহায্য করবে। কারণ দাম হ্রাসের কারণে এই পণ্যগুলির চাহিদা বৃদ্ধি পাবে।
একইভাবে, মধুরকাঠি মাদুর, পুরুলিয়া ছৌ মুখোশ ও দিনাজপুরের কাঠের মুখোশের উপর জিএসটি হারও ৫ শতাংশে কমানো হয়েছে। জিএসটি হার হ্রাসের ফলে পশ্চিমবঙ্গের অন্যান্য পণ্যের সুবিধা হবে মালদা ও দার্জিলিং চা থেকে প্রক্রিয়াজাত আমের পণ্যে, যার উপর এখন ৫ শতাংশ কর আরোপ করা হবে। পাটের ব্যাগের উপর শুল্ক হ্রাসের ফলে এই পণ্যের চাহিদাও বৃদ্ধি পাবে, যা রাজ্যের কৃষক ও উৎপাদকদের উপকৃত করবে। এমনই বলেছেন অর্থমন্ত্রী ।
কেন এই হার কমানোর সিদ্ধান্ত
হার কমানোর প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, হারগুলি এলোমেলোভাবে নির্ধারণ করা হয়নি বরং মধ্যবিত্ত, দরিদ্র ও কৃষকদের সাহায্য করার লক্ষ্যে করা হয়েছে। জিএসটি ২.০ সংস্কারের অধীনে করের হার হ্রাস করা হয়েছিল। তা এমএসএমই খাতকেও সহায়তা করবে ও দেশে উচ্চতর অর্থনৈতিক বৃদ্ধি করবে। যার ফলে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে।
GST Rate Cut On Chips : জিএসটি সংস্কারের (GST Reform) পর ২২ সেপ্টেম্বর থেকে কমতে চলেছে অনেক জিনিসের দাম। মূলত, দেশবাসীকে মূল্য হ্রাসের লাভ দিতেই এই ঘোষণা করেছে মোদি সরকার। যদিও এরপরও চিপসের (GST On Chips) দামের নির্দিষ্ট প্য়াকেটগুলিতে পড়বে না এর প্রভাব। তাহলে ক্রেতা কীভাবে লাভ পাবে।
নতুন হারে এগুলি সস্তা হবে
মোদী সরকার সম্প্রতি জিএসটি সংস্কারের আওতায় অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর লক্ষ্য হল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র আরও সাশ্রয়ী করা। এই সংস্কারের আওতায় জিএসটি কাউন্সিল অনেক জিনিসের উপর করের হার কমিয়েছে।
মাত্র ৫ শতাংশ ও ১৮ শতাংশ দুটি করের হার অনুমোদন করেছে। নতুন হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এর ফলে বিস্কুট, সাবান এবং টুথপেস্টের মতো অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হয়ে যাবে।
কিছু পণ্যের দাম কমানো হবে না
Moneycontrol.com-এর একটি রিপোর্ট বলছে, এফএমসিজি কোম্পানিগুলি জানিয়েছে- কিছু পণ্যের দাম কমানো হবে না। এর মধ্যে রয়েছে ৫ টাকার বিস্কুটের প্যাকেট, ১০ টাকার সাবান বা ২০ টাকার টুথপেস্ট, যার দাম পরিবর্তন হবে না। এফএমসিজি কোম্পানিগুলি কর আধিকারিকদের জানিয়েছে- জিএসটি হার কমানোর পরেও ৫ টাকার বিস্কুট, ১০ টাকার সাবান বা ২০ টাকার টুথপেস্ট প্যাকের মতো জনপ্রিয় কম দামের পণ্যের দাম কমানো হবে না।






















