(Source: ECI/ABP News/ABP Majha)
Car Fancy Number: আপনার গাড়িতেও রাখতে পারেন অভিনব নম্বরপ্লেট , কীভাবে সম্ভব জানেন ?
VIP Number for Car and Bike: আপনিও গাড়িতে পেতে পারেন ভিআইপি নম্বর। ই-নিলামের মাধ্যমে ফ্যান্সি নম্বরপ্লেট পেতে পারেন ক্রেতা। সেই ক্ষেত্রে জটিল প্রক্রিয়া সহজ হয়ে যাবে এই কয়েকটি ধাপে।
VIP Number for Car and Bike: আপনিও গাড়িতে পেতে পারেন ভিআইপি নম্বর। ই-নিলামের মাধ্যমে ফ্যান্সি নম্বরপ্লেট পেতে পারেন ক্রেতা। সেই ক্ষেত্রে জটিল প্রক্রিয়া সহজ হয়ে যাবে এই কয়েকটি ধাপে। জেনে নিন কীভাবে ভিআইপি নম্বর পেতে পারেন আপনি।
Car Fancy Number: আপনার গাড়িকে করে তুলুন সবার থেকে আলাদা
সামান্য এই কাজ করলেই বদলে যেতে পারে আপানার গাড়ি বা বাইকের লুক। এক নম্বরপ্লেটই প্লেটেই করে তুলবে আপনার গাড়িকে সবার থেকে আলাদা। বিশেষ নম্বর প্লেট বাছতে কালঘাম ছুটে যায় অনেকের। তাই আজ অভিনব নম্বর প্লেট পাওয়ার উপায় বলব আমরা।নিচে পাবেন তার সব বিবরণ৷
VIP Number for Car and Bike: অনলাইনে রেজিস্ট্রেশন করুন
ই-নিলামের মাধ্যমে পাওয়া যায় এই বিশেষ নম্বর। অনলাইনে গাড়ির ডিলারশিপে এই অভিনব নম্বর প্লেট পাওয়া যায়। গাড়ির মালিকরা RTO -তে না গিয়েই এই অভিনব নম্বরগুলির তালিকা থেকে বেছে নিতে পারেন৷ মালিককে MORTH-এর অফিশিয়াল ওয়েবসাইটে এর জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সাইন আপ করার পরে তাকে নম্বরটি নির্বাচন করতে হবে। নম্বরটি বুক করার জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি দিতে হবে আবেদনকারীকে। পরে অভিনব নম্বরের জন্য বিডিংয়ের ফলাফল ঘোষণা হবে। সেখানে আবেদনকারীকে বাকি টাকা ফেরত বা জমা দিতে হতে পারে। বিডিং রেজাল্টের ওপরই তা নির্ভর করবে। এরপর রেফারেন্সের জন্য একটি বরাদ্দপত্র পাবেন আবেদনকারী।
Car Fancy Number: কীভাবে বাছবেন এই অভিনব নম্বর ?
রেজিস্ট্রেশন ফি ও গাড়ির অভিনব নম্বরের ফি রাজ্য অনুযায়ী আলাদা হয়। এই ফি একবার দিয়ে দিলে তা আর ফেরতযোগ্য নয়। অভিনব গাড়ির নম্বরের দাম গাড়ির ধরনের উপর নির্ভর করে। সাধারণত অভিনব নম্বরগুলি অনেকগুলি বিভাগে পাওয়া যায়। যেমন- সুপার এলিট, সিঙ্গল ডিজিট, সেমি ফ্যান্সি নম্বর ইত্যাদি।
VIP Number for Car and Bike: নম্বর পেতে কতদিন ?
একজন আবেদনকারীকে রেজিস্ট্রেশনের সময় থেকে নম্বর বরাদ্দ হতে পাঁচ দিন সময় লাগে। ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের পর চতুর্থ দিনে বিডিং প্রক্রিয়া শুরু হয়, যা পঞ্চম দিন পর্যন্ত চলে। একবার বরাদ্দপত্র তৈরি হয়ে গেলে, আবেদনকারী সংশ্লিষ্ট আরটিও-তে গাড়ি রেজিস্ট্রেশনের জন্য 90 দিন সময় পান।
Car Fancy Number: এভাবে রেজিস্ট্রেশন করুন
১ সবার আগে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকে একজন পাবলিক ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করুন।
২ সাইন আপ করার পরে আপনার অ্যাকাউন্টে লগইন করুন ও অভিনব নম্বর নির্বাচন করুন।
৩ এখন সেই নম্বরের জন্য প্রয়োজনীয় ফি প্রদান করুন ও নম্বরটি রিজার্ভ করুন।
৪ আপনার পছন্দের নম্বরের জন্য এখন বিড করুন।
৫ নম্বরের ফলাফল ঘোষণা করার পরে আপনি হয় ব্যালেন্সের পরিমাণ পরিশোধ করতে পারেন বা ফেরত পেতে পারেন।
৬ এখন রেফারেন্সের জন্য আপনার বরাদ্দ পত্রের একটি প্রিন্ট নিন।
আরও পড়ুন : Maruti Brezza 2022: নতুন মারুতি ব্রেজাতে আরও ১২টি বৈশিষ্ট্য, কী কী থাকছে জানেন ?