Maruti Brezza 2022: নতুন মারুতি ব্রেজাতে আরও ১২টি বৈশিষ্ট্য, কী কী থাকছে জানেন ?
2022 Maruti Suzuki: আগামী মাসেই দেশের বাজারে লঞ্চ হতে পারে Maruti 2022 Brezza। বাইরে নতুন ডিজাইনের পাশাপাশি ভিতরেও থাকবে আলাদা কেবিন।
2022 Maruti Suzuki: আগামী মাসেই দেশের বাজারে লঞ্চ হতে পারে Maruti 2022 Brezza। বাইরে নতুন ডিজাইনের পাশাপাশি ভিতরেও থাকবে আলাদা কেবিন। শোনা যাচ্ছে, মারুতির এই এসইউভি 2022 ব্রেজা নামে বাজারে আসবে। Vitara নাম বাদ দেবে কোম্পানি। আপডেটেড ইঞ্জিনের সঙ্গে ব্রেজাতে ফেসলিফ্টেড নতুন 6-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাওয়া যাবে।
Maruti Brezza 2022: কী নতুন থাকছে গাড়িতে ?
2022 ব্রেজায় 6টি এয়ারব্যাগ, ট্র্যাকশন কন্ট্রোল, 360-ডিগ্রি পার্কিং ক্যামেরা ও ইএসপির মতো নতুন সুরক্ষা বৈশিষ্ট্য থাকবে। অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে বর্তমান Brezza থেকে আপডেটেড কিছু থাকতে পারে। 2022 Baleno থেকে Android Auto ও Apple CarPlay সহ একটি নতুন 9.0-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম পাবে গাড়ি। 2022 Brezza-এর বেস ভ্যারিয়েন্টগুলিতে পুরোনো 7.0-ইঞ্চি স্ক্রিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যা আমরা নতুন Baleno ও নতুন XL6-এর নিচের ভ্যারিয়েন্টে দেখেছি।
2022 Maruti Suzuki: গাড়ির অন্দরে বিশেষ কী থাকছে ?
2022 ব্রেজায় থাকতে পারে অনেক কাজের বৈশিষ্ট্য। নতুন গাড়িতে হেডস-আপ ডিসপ্লে, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, সানরুফ ও কানেকটেড কার টেকনোলজি পাবেন ক্রেতারা। এবার নতুন অটোমেটিক ভ্যারিয়েন্টে ম্যানুয়ালি গিয়ার পরিবর্তন করার জন্য প্যাডেল শিফটারও পাবে। 2022 ব্রেজায় ড্রাইভারের জন্য অটো আপ/ডাউন পাওয়ার উইন্ডো, ক্রুজ কন্ট্রোল, টিল্ট স্টিয়ারিং, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট ও সিটবেল্ট, ইলেকট্রনিক অ্যাডজাস্টবল ও ORVM, কুল গ্লাভবক্স, লাইট এনাবেল্ড বুটস্পেসের বৈশিষ্ট্য থাকবে। এসি, পুশ-বটন স্টার্ট/স্টপ সহ চাবিহীন এন্ট্রি থাকবে গাড়িতে। সামনে ও পিছনের সিটে আর্মরেস্ট সঙ্গে 60:40 স্প্লিট সিট থাকবে পিছনে। 2022 Brezza 16-ইঞ্চি অ্যালয় হুইলের জন্য একটি নতুন ডিজাইন দেওয়া হয়েছে গাড়িতে। এবার গাড়িতে থাকবে নতুন শার্ক-ফিন অ্যান্টেনা।
আপনি এই 12টি বৈশিষ্ট্য পেতে পারেন নতুন ব্রেজায়
বৈদ্যুতিক সানরুফ
প্যাডেল শিফটার (অটোমেটিক ভ্যারিয়েন্টের জন্য)
360 ডিগ্রি পার্কিং ক্যামেরা
অটোমেটিক হেডল্যাম্প
রেইন সেন্সিং ওয়াইপার
6টি এয়ারব্যাগ
ইলেকট্রনিক স্টেবলিটি প্রোগ্রাম টেলিমেটিক্স
একটি নতুন 9.0-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
শার্ক ফিন অ্যান্টেনা
ভেন্টিলেটেড সিটস
আরও পড়ুন : Home Loan EMI: গৃহ ঋণ নিয়ে থাকলে পকেটে পড়বে টান, বছরে দিতে হবে এই টাকা