Hyundai i20 N Line : ৯.৮৪ লক্ষ টাকা থেকে শুরু, Hyundai i20 N Line-এ একাধিক চমক
দিল্লিতে গাড়ির এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ৯,৮৪,১০০টাকা। তবে এ কেবলই Hyundai i20 N Line N6 (iMT)-র গাড়ির ইনট্রোডাকটারি প্রাইস।Hyundai i20 N Line N8 (iMT) দাম রাখা হয়েছে ১০,৮৭,১০০ টাকা।
নয়াদিল্লি: দেখে মনে হবে না ফেসলিফ্টেড ভার্সন। i20 হলেও একেবারে কসমেটিক চেঞ্জেস। পারফরম্যান্স গাড়ির জগতে ভারতে পা রাখল Hyundai i20 N Line। মূলত, মোটর স্পোর্টস কেন্দ্রিক গাড়ি দিতেই তৈরি করা হয়েছে এই মডেল। তবে একে পুরোপুরি ট্র্যাক মডেলও বলা যাবে না।
Hyundai i20 N Line-এর দাম
দিল্লিতে গাড়ির এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ৯,৮৪,১০০টাকা। তবে এ কেবলই Hyundai i20 N Line N6 (iMT)-র গাড়ির ইনট্রোডাকটারি প্রাইস।Hyundai i20 N Line N8 (iMT) দাম রাখা হয়েছে ১০,৮৭,১০০ টাকা। বাকি কোম্পানির Hyundai i20 N Line N8 (DCT) মডেলের দাম রাখা হয়েছে ১১,৭৫,৫০০ টাকা। তবে মনে রাখতে হবে আগামী দিনে এই প্রাইস বাড়িয়ে দেবে হুন্ডাই। কেবল কিছুদিনের জন্যই ক্রেতাদের এই দামে গাড়ি লাভের সুযোগ দেওয়া হয়েছে।
Hyundai i20 N Line-এ কী কী পরিষেবা ?
কোম্পানি জানিয়েছে, শীঘ্রই হুন্ডাইয়ের ১৮৮টি ডিলারশিপের কাছে পাওয়া যাবে এই গাড়ি। দেশের সব জায়গায় প্রায় দেখা যাবে N Line মডেল। এই গাড়ির ক্রেতাদের পার্সোনাল মোবিলিটি অ্যাডভাইজার দেবে কোম্পানি। সঙ্গে ৫ বছর ৪০ হাজার কিলোমিটার অথবা ৪ বছর ৫০ হাজার কিলোমিটার ওয়ারেন্টি অপশন দেবে হুন্ডাই। এছাড়াও রয়েছে ৩ বছর ১,০০,০০০ কিলোমিটারের ওয়ারেন্টি। পাশাপাশি ৩ বছর রোড সাইড অ্যাসিস্ট্যান্স পাবেন ক্রেতা। রয়েছে ৩ বছরের ব্লু লিঙ্ক সাবক্রিপশন।
Hyundai i20 N Line-এর রং
গাড়িতে কসমেটিক চেঞ্জ ছাড়াও একাধিক গ্লসি কালার এনেছে কোম্পানি। চারটে মোনোটোন কালার অপশনের মধ্যে রয়েছে থান্ডার ব্লু, ফিয়েরি রেড, টাইটান গ্রে, পোলার হোয়াইট। এই সবকটা কালারই ডুয়েল টোন ফিনিশে পাবেন কাস্টমার। সেই ক্ষেত্রে রয়েছে আলাদা কাস্টমাইজেশনের সুবিধা। থান্ডার ব্লুয়ের সঙ্গে ফ্যান্টম ব্ল্যাক রুফ ছাড়াও রয়েছে ফিয়েরি রেডের সঙ্গে ফ্যান্টম ব্ল্যাক রুফের অপশন।
কী এই Hyundai N-Line ?
বিশ্বের তাবড় গাড়ি প্রস্তুতকারকরাই এই কাজটি করে থাকেন। কোম্পানির কিছু গাড়ির পারফরম্যান্স ভেরিয়েন্ট আনেন তারা। যেখানে গাড়ির উন্নত ইঞ্জিনের পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হয়। যার জেরে অনেকটাই দাম বেড়ে যায় গাড়ির। সাব ব্র্যান্ড হিসাবে দেখা হয় এই গাড়িগুলিকে।ভারতে সেই পথেই হাঁটতে শুরু করল হুন্ডাই। উদাহরণস্বরুপ বলা যেতে পারে, BMW-র রয়েছে এম পারফরম্যান্স ডিভিশন।Mercedes-Benz-এর রয়েছে AMG,Jaguar Land Rover-এর রয়েছে SVR। একইভাবে হুন্ডাইয়ের রয়েছে N-Line ও N ব্যাজের গাড়ি।