ITR Filing: ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আয়কর জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই এই আইটিআর ফাইল জমা করে ফেলতে হবে। এই দিনের পর আইটিআর ফাইল জমা করলে আপনাকে ভারী জরিমানা দিতে হবে। আর এই আয়কর জমার ফাইল (ITR Filing) করার সময় ভাল করে খেয়াল করতে হবে বেশ কিছু বিষয়। ফাইলিংয়ের (Income Tax) সময় কিছু ভুল হয়ে গেলে সেই ভুল সংশোধনের সুযোগ দেয় আয়কর বিভাগ। তবে কতবার সেই ভুল সংশোধন করতে পারেন আপনি ? আর কীভাবেই বা সেই ভুল সংশোধন করবেন ?


প্রসেসিং রিফান্ডের পরেই সংশোধন করা যায় আইটিআর


আয়কর বিভাগ আইন ১৯৬৫-এর ১৩৯ (৫) ধারা অনুসারে করদাতারা আইটিআর জমা করার সময় ভুল সংশোধনের সুযোগ পান। এই আইনের (ITR Filing) দ্বারা করদাতাদের কোনও ভুল থাকলে তা সংশোধন করে নেওয়া যায়। ২০২৩-২৪ অর্থবর্ষ এবং ২০২৪-২৫ মূল্যায়ন বর্ষের জন্য আইটিআর ফাইল করার শেষ তারিখ হল ৩১ জুলাই ২০২৪।


কতবার আইটিআর জমা করা যায়


আয়কর বিভাগের নিয়ম অনুসারে কোনও করদাতা চাইলে নির্ধারিত সীমার মধ্যে যতবার খুশি আয়কর জমা করতে পারেন। এর জন্য কোনও সীমা নির্ধারণ করা হয়নি। তবে সংশোধিত আইটিআর ফাইল করার সময় আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়েই ফাইল জমা (Income Tax) করতে হবে একেবারে নতুন করে। তবে সংশোধিত আইটিআর জমার সময় আপনি যদি তথ্য যাচাই না করেন, তাহলে আয়কর বিভাগ সেই আইটিআর ফাইল গ্রহণ করবে না। নির্ধারিত সীমার পরে সেই আইটিআর অবৈধ বলে গণ্য হবে।


কীভাবে আইটিআরে ভুল সংশোধন করবেন


এজন্য প্রথমেই আপনাকে যেতে হবে www.incometaxindiaefiling.gov.in/home ওয়েবসাইটে।


এরপর আপনার প্যান নম্বর, পাসওয়ার্ড, ক্যাপচা বসিয়ে লগ ইন করতে হবে।


ই-ফাইল মেনুতে ক্লিক করে নিজের আয়কর রিটার্নের লিংকে ঢুকতে হবে আপনাকে।


এরপর একটি নতুন পাতায় আপনাকে নিজের প্যান নম্বর লিখতে হবে।


মূল্যায়ন বর্ষ এবং আইটিআর ফর্ম বেছে নিতে হবে এরপরে।


অরিজিনাল নাকি কারেকশন আইটিআর ফিল আপ করছেন, তা বেছে নিতে হবে।


এরপরে ক্লিক করতে হবে Submit and Prepare অপশনটিতে।


রিটার্ন ফাইলিং বিভাগে রিভাইজড ইন রিটার্ন ফাইলিং টাইপ করে জমা করতে হবে।


এরপরে নিজের আইটিআরে ভুল সংশোধন করে সমস্ত তথ্য যাচাই করে পুনরায় জমা করতে হবে।


আরও পড়ুন: Real Estate Stocks: নতুন সরকারে আশা রাখছে রিয়েল এস্টেট সেক্টর ! বাড়তে পারে স্টকের দাম ?