MiG-21 Farewell Ceremony : ভারতের হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে দীর্ঘদিন, এবার 'বিদায় মিগ-২১'
Indian Air Force : শুক্রবার ২৬ সেপ্টেম্বর চণ্ডীগড়ের বিমানঘাঁটিতে সেই উপলক্ষ্যে হল অনুষ্ঠান। সবার মুখেই এক কথা অলবিদা 'ফাইটার'।

Indian Air Force : এ যেন ভারতের যুদ্ধ অভিযানে এক যুগের সমাপ্তি। এবার থেকে আর দেখা যাবে না আকাশ পথে। ১৯৬০-এর দশকের গোড়ার ভারতের অস্ত্র ভাণ্ডারে যোগ হয়েছিল রাশিয়ার মিগ-২১। আজ সেই অভিযানের সমাপ্তি ঘোষণা হল। শুক্রবার ২৬ সেপ্টেম্বর চণ্ডীগড়ের বিমানঘাঁটিতে সেই উপলক্ষ্যে হল অনুষ্ঠান। সবার মুখেই এক কথা অলবিদা 'ফাইটার'।
গত ৬ দশক ধরে ভারতের হয়ে কাজ
বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার ছয় দশক পর ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি মেগা ইভেন্টে বিদায় জানানো হচ্ছে এই ফাইটার জেটকে। ছয় দশকেরও বেশি সময় আগে এই ঐতিহাসিক বিমানটিকে প্রথমবারের মতো এখানে বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। চণ্ডীগড় বিমান বাহিনী স্টেশনে ২৩ নম্বর স্কোয়াড্রনের অন্তর্গত "প্যান্থারস" ডাকনামের শেষ মিগ-২১ জেটগুলিকে বিদায় জানানো হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন..
'বিদায় মিগ-২১' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও প্রাক্তন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এস. পি. ত্যাগী ও বি.এস ধানোয়া। ভারতীয় বিমান বাহিনী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাও উপস্থিত ছিলেন এখানে।
বিদায় বেলায় কী স্কিল দেখাবে ফাইটার জেট
ভারতীয় বিমান বাহিনী'র অভিজাত স্কাইডাইভিং দল 'আকাশ গঙ্গা' একটি দর্শনীয় প্রদর্শনী করবে এখনে। ৮,০০০ ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ করবে এই টিম। এর পরে মিগ-২১ বিমানের জাঁকজমকপূর্ণ ফ্লাইপাস্টের মাধ্যমে বিমান যোদ্ধারা ড্রিল টিমকে স্যালুট জানাবে। যুদ্ধবিমান চালকরা তিন-বিমানের ফর্মেশনে মিগ-২১ উড়বেন এবং চার-বিমান প্যান্থার ফর্মেশন শেষবারের মতো আকাশে উড়বে। সূর্য কিরণের অ্যারোবেটিক দল তাদের শ্বাসরুদ্ধ করা স্কিল দেখাবে আকাশে। এদিন দর্শকদের কাছে এটাই সবথেকে বড় ইভেন্ট।
নস্টালজিয়ার পাতায় যুদ্ধবিমান মিগ-২১
সব মিলিয়ে ভারতীয় প্রতিরক্ষায় মিগ-২১ যুগের সমাপ্তি, নস্টালজিয়ার পাতায় চলে গেল যুদ্ধবিমান মিগ-২১ । শেষবার, দেশের আকাশে গর্জে উঠল ভারতের প্রথম সুপারসনিক ফাইটার। রেখে গেল গৌরবময় ইতিহাস ও বীরগাথাসোভিয়েত যুগের 'যোদ্ধা'কে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চিরবিদায় জানাল ভারতীয় বায়ু সেনা।






















