Indian Railways: ১০০ টাকায় রেলওয়ে স্টেশনে হোটেলের মতো ঘর, কীভাবে পাবেন জানেন ?
Railway Hotel Room: রেলস্টেশনে থাকতে হলে আর চিন্তা করতে হবে না। কম খরচে পাবেন ভাল হোটেলের মতো ঘর। তবে সেই ক্ষেত্রে টিকিট বুকিং করতে হবে অন্যভাবে।
Railway Hotel Room: রেলস্টেশনে থাকতে হলে আর চিন্তা করতে হবে না। কম খরচে পাবেন ভাল হোটেলের মতো ঘর। তবে সেই ক্ষেত্রে টিকিট বুকিং করতে হবে অন্যভাবে। জেনে নিন, সেই পদ্ধতি।
Indian Railways: যাত্রী সুবিধার্থে নতুন পদক্ষেপ রেলের
ভারতীয় রেল যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। উত্সব ও গ্রীষ্মের সময় বিশেষ ট্রেন চালিয়ে যাত্রীদের স্বস্তি দেয় রেল। এছাড়াও টিকিট বুকিং ও অন্যান্য সুবিধা সময়ে সময়ে দিয়ে থাকে। রেলের অনেক সুযোগ-সুবিধা সম্পর্কে যাত্রীরা সচেতন নন। জেনে নিন, কী সেই সুবিধা।
Railway Hotel Room: মাত্র ১০০ টাকায় হোটেলের মতো রুম বুক করা যাবে
রেলস্টেশনে যাত্রীদের থাকার জন্য হোটেলের মতো ঘরের ব্যবস্থা করা হয়েছে। এতে আপনি একটি এসি রুম পাবেন, ঘুমানোর জন্য একটি বিছানা পাবেন। সেই ক্ষেত্রে ঘরে প্রয়োজনীয় সব জিনিস থাকবে। রাতে রুম বুক করার জন্য আপনাকে ১০০ টাকা থেকে ৭০০ টাকা দিতে হতে পারে।
Indian Railways: আপনি কীভাবে একটি বুকিং করতে পারেন?
আপনি যদি রেলওয়ে স্টেশনে রুম এর মতো হোটেল বুক করতে চান তবে আপনাকে এখানে উল্লেখিত কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
১ প্রথমে আপনার IRCTC অ্যাকাউন্ট খুলুন
২ এখন লগইন করুন ও মাই বুকিংয়ে যান
৩ রিটায়ারিং রুম অপশনটি আপনার টিকিট বুকিংয়ের নীচে দেখতে পাবেন
৪ এখানে ক্লিক করার পর আপনি রুম বুক করার অপশন দেখতে পাবেন
৫ সেই ক্ষেত্রে পিএনআর নম্বর দেওয়ার দরকার নেই
৬ তবে কিছু ব্যক্তিগত ও ভ্রমণের তথ্য এখানে পূরণ করতে হবে
৭ এখন পেমেন্ট করার পর আপনার রুম বুক হয়ে যাবে
মনে রাখবেন, রেলওয়ে বর্তমানে যাত্রীদের সুবিধার্থে অনেক গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালাচ্ছে। দিল্লি বিহার রুটের পাশাপাশি অনেক জায়গায় বিশেষ ট্রেন চালানো হচ্ছে। যাতে যাত্রীরা নিশ্চিত টিকিট পেতে পারেন। বর্তমানে ১৮টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেনের মেয়াদও বাড়ানো হয়েছে।
Railways Of India: ভ্রমণের জন্য নিশ্চিত ট্রেনের টিকিট পেতে চাইলে আপনিও করতে পারেন এই কাজ। IRCTC দিচ্ছে এই পরিষেবা। যেখানে IRCTC Vikalp স্কিমের মাধ্যমে সহজেই দ্রুত কনফার্ম টিকিট পেয়ে যাবেন আপনি।
Indian Railway: বর্তমানে ভারতীয় রেল সাধারণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন কোটি কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেন। ট্রেনে প্রচণ্ড ভিড়ের কারণে অনেক সময় যাত্রীরা নিশ্চিত টিকিট পান না। সেই জরুরি পরিস্থিতিতে জনগণের সমস্যা বহুগুণ বেড়ে যায়। এই ধরনের সমস্যার সমাধানে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) বিকাশ বিকল্প নিয়ে এসেছে। এটি এমন একটি উপায় যার মাধ্যমে একটি নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা (কীভাবে ট্রেনে কনফার্ম টিকিট পাওয়া যায়) বৃদ্ধি পায়। জেনে নিন, এটি কী ও সাধারণ যাত্রীরা এর থেকে কী কী সুবিধা পেতে পারেন।
আরও পড়ুন : Worlds Lowest Car: চাকা ভ্যানিশ ! চালাচ্ছেই বা কে ? রাস্তায় প্রায় লেপটে চলছে সবথেকে নিচু গাড়ি !