Worlds Lowest Car: চাকা ভ্যানিশ ! চালাচ্ছেই বা কে ? রাস্তায় প্রায় লেপটে চলছে সবথেকে নিচু গাড়ি !
Car News: রাস্তার সঙ্গে লেগে গেছে গাড়ি, দেখতে পাবেন না চালককে। চোখে না দেখলে বিশ্বাস করবেন না, এমনও গাড়ি আছে বিশ্বে !
Car News: রাস্তার সঙ্গে লেগে গেছে গাড়ি, দেখতে পাবেন না চালককে। চোখে না দেখলে বিশ্বাস করবেন না, এমনও গাড়ি আছে বিশ্বে !
Worlds Lowest Car: বিশ্বের সবথেকে নিচু গাড়ি !
ফর্মুলা ওয়ান কারের থেকেও নিচু গাড়ি। রাস্তার সঙ্গে প্রায় লেগে গিয়েছে গাড়ির বডি। মাঝে রয়েছে এক ইঞ্চির থেকেও কম ব্যবধান। তাতেই দিব্যি ছুটে চলেছে চার চাকা। সম্প্রতি এমনই এক বিরল গাড়ি হতবাক করেছে বিশ্বকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গাড়ির ভিডিও।
Auto News: 'ছাদ কেটে' ফেলা হয়েছে রাস্তায় !
দেখে মনে হবে, আপনার চোখ আপনার সঙ্গে প্রতারণা করছে। রাস্তায় কোনও গাড়ি নয়, গাড়ির ছাদ কেটে ফেলা হয়েছে। ভাল করে দেখলে বুঝতে পারবেন, একটি একটি ফিয়াট পান্ডা। যা চাকা বাদেই রাস্তায় চলছে। মাত্র ৩০ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সঙ্গে এটি বিশ্বের সবথেকে নিচু গাড়ি।
Worlds Lowest Car: বিশ্বের সবথেকে নিচু গাড়ি
আসলে অদ্ভূত এই গাড়িটি তৈরি করেছে ইতালির ইউটিউবার। চাইলেই এই গাড়ি তৈরির ভিডিওটি দেখতে পারেন আপনি। কেবল মজার ছলেই তৈরি করা হয়েছে এই কার। আপাতদৃষ্টিতে অযৌক্তিক মনে হলেও এই গাড়ি দেখতে ভিড় উপচে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বের বিরল সৃষ্টি প্রস্তুত করতে প্রথম প্রজন্মের ফিয়াট পান্ডা ব্যবহার করেছে ইতালীয় এই ইউটিউবার। রাস্তার গাড়ির দূরত্ব কমাতে ফিয়াটের বডিকে জানলার অংশ থেকে বাদ দেওয়া হয়েছে। যার ফলে গাড়ির কেবল এ -পিলার ও পিছনের অংশ বাকি রয়েছে।
আজব গাড়ি দেখার কারণে ইউটিউব চ্যানেল Carmagheddon-এর ভিউয়ারশিপ বেড়েছে কয়েক গুণ। ভিডিও দেখে ভাষা না বুঝলেও ইউটিউবার বুঝিয়ে দেবে ভিউয়ারশিপ পেতে কসরতের খামতি রাখেননি তিনি।
Worlds Lowest Car: চাকা ছাড়া কীভাবে চলছে গাড়ি ?
তবে খুব একটা সহজসাধ্য নয় এই চাকা ছাড়া গাড়ি চালানো। রাস্তায় এই গাড়ি চালাতে গো প্রো ক্যামেরা গাড়ির ওপরে ব্সিয়েছে চালক। যেখানে গাড়ির ভিতরে মোবাইল দেখে চালানো হচ্ছে ফিয়াট পান্ডা। কাঠের পাটাতন বানিয়ে চারদিকে চাকা লাগিয়ে চলছে গাড়ি। পিছনে ডিকি খুলে রাখা হয়েছে। যেখানে গাড়ি কীভাবে চলছে, তা ভিডিওতে নজর রাখছে কেউ।
আরও পড়ুন : New Royal Enfield Bike: প্রকাশ্যে এল রয়্যাল এনফিল্ড 350 ববারের ছবি, জেনে নিন কবে লঞ্চ