বাড়ির বাইরেও পাওয়া যাবে ওয়াই-ফাই স্পিডের মতো ইন্টারনেট, গেমিংয়ে দুরন্ত সুবিধা আনল Airtel 5G Plus
Airtel 5G Plus: Airtel 5G Plus এবার নিয়ে এসেছে দ্রুত ইন্টারনেটের সুবিধা। এবার প্রায় ৩০ গুণ বেশি দ্রুত ইন্টারনেটের সুবিধা দিচ্ছে Airtel 5G Plus। এই সুবিধাটি নিলে থাকছে আকর্ষণীয় অফারও।
গেমিংয়ের ক্ষেত্রে ইন্টারনেটের স্পিড কতটা গুরুত্বপূর্ণ, তা যারা গেম খেলেন না, তাঁরা ছাড়া কেউ বুঝতে পারবেন না। গেমাররা জানেন যে যত ভালো ডিভাইস এবং হার্ডওয়্যার হোক না কেন, ইন্টারনেটের স্পিড যদি ভাল না হয় সেক্ষেত্রে অনলাইন গেমে বিপক্ষরা সহজেই জিতে যেতে সক্ষম হবে। তবে এবার আর গেমারদের স্লো ইন্টারনেট নিয়ে চিন্তা করতে হবে না। Airtel 5G Plus এবার নিয়ে এসেছে দ্রুত ইন্টারনেটের সুবিধা। এবার প্রায় ৩০ গুণ বেশি দ্রুত ইন্টারনেটের সুবিধা দিচ্ছে Airtel 5G Plus। এই সুবিধাটি নিলে থাকছে আকর্ষণীয় অফারও। প্রাথমিকভাবে আনলিমিটেড 5G সার্ভিস পাবেন ব্যবহারকারীরা।
যারা প্রতিদিন গেম খেলেন তাঁদের জন্য Airtel 5G Plus টেকনোলজি 'অল-ইন ওয়ান' সমাধান। Airtel 5G Plus নেটওয়ার্ক দেবে ওয়াই-ফাই এর মতোই স্পিড। ঘরে বসে ওয়াই-ফাই-তে যেমন সুবিধা পাওয়া যায়, রাস্তাঘাটেও এবার সেই সুবিধা এনে দিতে চলেছে এয়ারটেল। Airtel 5G Plus নিলে গেমাররা এবার তাঁদের পছন্দের গেম বাড়িতে বসেই ওয়াই-ফাই সুবিধা ছাড়াই এই নেট কানেকশনেই গেম খেলতে পারবেন।
ক্লাউড গেমিংয়ে প্রয়োজন দ্রুত ইন্টারনেট স্পিড
প্লে স্টেশনে শুধু নয়, এখন স্মার্টফোনেও হাইএন্ড গেম খেলা যায় একইভাবে। ক্লাউড গেমিং এমনই একটি গেটওয়ে। এখন ডেস্কটপের পাশাপাশি স্মার্টফোনেই তাই খেলা যাচ্ছে নানা গেম। এবার সেই সুবিধাতে যোগ হচ্ছে আরও উচ্চতর প্রযুক্তি। Airtel 5G Plus এর মাধ্যমে ইন্টারনেটে বিরতিহীন গেমিং সুবিধা পাবেন ইউজাররা। এয়ারটেলের নয়া এই টেকনোলজির মাধ্যমে এবার মোবাইল স্ট্রিমিং এবং গেম খেলা অনেক সহজতর হতে চলেছে। এই সুবিধা নিয়েই এবার গেমের মঞ্চে নিজেদের তুখোড় গেমার হিসেবে তৈরি করতে পারবেন ইউজাররা।
Airtel 5G Plus-এর মাধ্যমে রাস্তাঘাটেও পাবেন ওয়াই-ফাই এর মতো ইন্টারনেট স্পিড
Airtel 5G Plus বাজারে আসার আগে Call Of Duty, Fornite, Counter Strike এর মতো গেমগুলি ওয়াইফাই ছাড়া খেলতে সমস্যা হতো। যেহেতু এগুলি অনলাইন গেম সেক্ষেত্রে ইন্টারনেট সামান্য স্লথ হয়ে এলেই গেমিংয়ে সমস্যা হত। অনলাইন গেম খেলার যে মজা, তা হারিয়ে যেত ইন্টারনেট স্পিড কম থাকলে। ভারী গেম খেলার জন্য সবসময়ই হাই ব্যান্ডউইথের প্রয়োজন হয়। যেই সুবিধাটি বর্তমানে Airtel 5G Plus দিতে চলেছে। স্বাভাবিকের থেকে প্রায় ৩০ গুণ দ্রুত এই ইন্টারনেটের স্পিড।
অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে মাল্টিপ্লেয়ার হিসেবে খেলতেও সমস্যা হয় ইন্টারনেট যদি স্লো থাকে। তবে এবার Airtel 5G Plus নিলে সেই সমস্যা থাকবে না। ৩০ গুণ দ্রুত গতির এই ইন্টারনেটে ফোনেই মাল্টিপ্লেয়ার হিসেবে গেম খেলতে পারবেন। শুধু যে গেম এর ক্ষেত্রেই বিপ্লব আনতে চলেছে তা নয়, Airtel 5G Plus এ ফোন করা বা অডিও মেসেজের ক্ষেত্রেও উচ্চমানের ক্ষমতা পাওয়া যাবে। তাছাড়া, গেমিং ওয়ার্ল্ডে AR (Augmented Reality) এবং VR (Virtual Reality) সিস্টেমেও সুবিধা পাওয়া যাবে। আগে কিন্তু ফোনের ইন্টারনেটে এই সুবিধা পাওয়া সম্ভব ছিল না তেমন।
গেমিং জগতে এবার বিপ্লব আনতে চলেছে Airtel 5G Plus। আরও ভাল অভিজ্ঞতা পেতে হলে এবার নিয়ে নিন Airtel 5G Plus পরিষেবা। কীভাবে এই সুবিধা নেবেন? অত্যন্ত সহজ। যদি আপনার এয়ারটেল সিমটি 5G হয় তাহলে সহজেই পেয়ে যাবেন এই সুবিধা। গেমিং এবার আরও দ্রুত, আরও উচ্চমানের হতে চলেছে। তাই দেরি না করে আজই রাস্তাঘাটে ওয়াই-ফাই এর মতো দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট পরিষেবা পেতে নিয়ে নিন Airtel 5G Plus।
শর্তাবলী জানতে এখানে ক্লিক করুন
[Disclaimer: This article is a paid feature. ABP and/or ABP LIVE do not endorse/ subscribe to the views expressed herein. We shall not be in any manner be responsible and/or liable in any manner whatsoever to all that is stated in the said Article and/or also with regard to the views, opinions, announcements, declarations, affirmations, etc., stated/featured in the said Article. Accordingly, viewer discretion is strictly advised.]