IPO Launch: লিস্টিংয়ের দিনেই বিপুল মুনাফা, ১১ শতাংশ বাড়ল ক্রিস্টাল ইন্টিগ্রেটেড শেয়ারের দাম- কিনে রাখবেন ?
Krystal Integrated Listing: গত সপ্তাহেই বাজারে এসেছিল ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সংস্থার আইপিও। এবার লিস্টিংয়ের দিনে ভাল মুনাফা পেলেন বিনিয়োগকারীরা।
Krystal Integrated Services IPO: গত সপ্তাহেই বাজারে এসেছিল ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সংস্থার আইপিও। এবার লিস্টিংয়ের দিনে ভাল মুনাফা পেলেন বিনিয়োগকারীরা। আজই বাজারে লিস্টিং হয়েছে এই সংস্থার শেয়ার আর আজকের দিনে অর্থাৎ ডেবিউর দিনেই বিনিয়োগকারীরা (Krystal Integrated Services IPO) ভাল আয় করেছেন, ১১ শতাংশ বেড়েছে প্রিমিয়াম। আপনার কেনা আছে ? এখন কিনে রাখলে লাভ হবে ?
আজ ২১ মার্চ ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সার্ভিসেসের আইপিও লিস্টিং হয়েছে শেয়ার বাজারে। বম্বে স্টক এক্সচেঞ্জে এই আইপিওর প্রিমিয়াম বেড়েছে ১১ শতাংশ। আজ ৭৯৫ টাকায় খুলেছিল এই সংস্থার শেয়ার। NSE-তে এই সংস্থার শেয়ার ৯.৮৭ শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্তি হয়েছে।
আইপিও বাজারে এসেছে আগের সপ্তাহে
গত সপ্তাহে ১৪ মার্চ বাজারে এসেছিল ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সংস্থার আইপিও (Krystal Integrated Services IPO)। ১৮ মার্চ পর্যন্ত বিনিয়োগকারীরা এই আইপিওতে বিড করার সুযোগ পেয়েছিলেন। এরপর ১৯ মার্চ এই সংস্থার শেয়ারের অ্যালটমেন্ট দেওয়া হয়। তারপর আজ ২১ মার্চ সংস্থার শেয়ার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এর আগে গতকাল ২০ মার্চ যোগ্য বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে জমা হয়েছিল সংস্থার শেয়ার।
আইপিওর মাধ্যমে কত টাকা তুলতে চাইছে সংস্থা
বাজার থেকে ৩০০ কোটি টাকারও বেশি সংগ্রহ করতে চাইছে ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সার্ভিসেস (Krystal Integrated Services IPO)। আর তাই ১৭৫ কোটি টাকার নতুন শেয়ারের ইস্যু ছেড়েছে সংস্থা এবং ১২৫.১৩ কোটি টাকার শেয়ার অফার ফর সেলে ছাড়ার পরিকল্পনা করেছে। সংস্থার তরফে জানা গিয়েছিল, আইপিও থেকে আসা অর্থের মাধ্যমে ঋণ পরিশোধ, মূলধন বৃদ্ধি এবং নতুন যন্ত্রপাতি কেনাকাটা করবে ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সংস্থা।
সাবস্ক্রিপশনে বিপুল সাড়া
সব বিভাগেই ভাল সাড়া পেয়েছে এই আইপিও। NII বিভাগের আইপিও সবথেকে বেশিবার ৪৫.২৩ বার সাবস্ক্রাইব হয়েছে। QIB বিভাগে আইপিও সাবস্ক্রাইব হয়েছে ৭.৩২ বার এবং খুচরো বিভাগে আইপিও সাবস্ক্রাইব হয়েছে ৩.৪২ বার। মোট ১৩.৪৯ বার সামগ্রিকভাবে সাবস্ক্রিপশন পেয়েছে এই আইপিও।
প্রতি লটে মুনাফা কত
ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সার্ভিসেসের আইপিওর (Krystal Integrated Services IPO) প্রাইসব্যান্ড নির্ধারিত হয়েছিল ৬৮০ টাকা থেকে ৭১৫ টাকা। আইপিওর লট সাইজ ছিল ২০টি শেয়ারের। খুচরো বিনিয়োগকারীরা সর্বনিম্ন ১টি এবং সর্বোচ্চ ১৩টি লট কিনতে পারতেন। কমপক্ষে এই আইপিওতে বিনিয়োগ করতে হয়েছিল ১৪,৩০০ টাকা। তালিকাভুক্তির সময় এই আইপিওর দাম ১১ শতাংশ বেড়েছে অর্থাৎ প্রতি লটে ১৬০০ টাকা করে মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Gold Rate Today: আজ সোনা কিনলে খরচ কি বেশি হবে ? কত হল সোনার দাম ?