Layoff News: ১০ হাজার কর্মী ছাঁটাই করবে এই সংস্থা, মুনাফা বাড়াতে চাকরিতে কোপ, কাদের চাকরি সঙ্কটে ?
Panasonic Layoff: প্যানাসনিক জানিয়েছে যে সমস্ত গ্রুপ কোম্পানি পর্যালোচনা করা হবে, বিশেষ করে সেলস ও পরোক্ষ বিভাগগুলি। এর পাশাপাশি সংগঠন ও কর্মীদের সংখ্যাও পুনর্মূল্যায়ন করা হবে।

Panasonic Layoff: ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে টেসলাকে ব্যাটারি সরবরাহকারী সংস্থা বলা ভাল জাপানি ইলেকট্রনিক্স জায়ান্ট প্যানাসনিক একটি বড় ঘোষণা করেছে। শুক্রবার এই সংস্থাটি বিশ্বব্যাপী ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের (Layoff News) কথা জানিয়েছে। বর্তমানে এই সংস্থায় কাজ করেন প্রায় ২ লক্ষ ৩০ হাজার কর্মী অর্থাৎ মোট কর্মীসংখ্যার ৪ শতাংশ ছাঁটাই করবে সংস্থা। মূলত সংস্থার মুনাফার কথা মাথায় রেখেই এই কাজ (Panasonic Layoff) করতে চলেছে প্যানাসনিক।
নতুন কাজের পর্যালোচনা করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা
প্যানাসনিক জানিয়েছে যে সমস্ত গ্রুপ কোম্পানি পর্যালোচনা করা হবে, বিশেষ করে সেলস ও পরোক্ষ বিভাগগুলি। এর পাশাপাশি সংগঠন ও কর্মীদের সংখ্যাও পুনর্মূল্যায়ন করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, জাপানে ৫ হাজার কর্মী এবং অন্যান্য দেশের মিলিয়ে আরও ৫ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে প্যানাসনিক। তবে এই সময়ের মধ্যে সংস্থা প্রতিটি দেশে শ্রম আইন মেনেই সমস্ত নিয়মকানুন অনুসরণ করবে।
ম্যানেজমেন্ট রিফর্ম প্রোগ্রামের রূপরেখা তৈরি
কুকার থেকে শুরু করে টিভি, ফ্রিজ ইত্যাদি নানাবিধ ইলেকট্রনিক সরঞ্জাম প্রস্তুত করে এই প্যানাসনিক সংস্থা। এই সংস্থার নাম আজ ঘরে ঘরে সুপরিচিত। ওসাকা ভিত্তিক এই সংস্থা এলন মাস্কের বৈদ্যুতিন যানবাহন প্রস্তুতকারী সংস্থা টেসলার ব্যাটারির প্রধান সরবরাহকারী। সংস্থাটি আবার রিয়েলটি, ফুয়েল এবং অটো সেক্টরের সঙ্গেও যুক্ত রয়েছে। ফেব্রুয়ারি মাসে প্যানাসনিক সংস্থা সংস্থার বেশ কিছু পরিকাঠামোগত সমস্যা সমাধানের জন্য একটি ম্যানেজমেন্ট রিফর্ম প্রোগ্রামের রূপরেখা তৈরি করেছিল।
মুনাফা বৃদ্ধি ও বিক্রয় হ্রাস নিয়ে চিন্তিত সংস্থা
এই সংস্কার কর্মসূচির মাধ্যমে সংস্থাটি শুক্রবার জানিয়েছে যে তাদের সংস্থার লক্ষ্য হল ন্যূনতম ১ বিলিয়ন ডলার মুনাফা বৃদ্ধি করা। শুক্রবার বার্ষিক আয়ের রিপোর্ট প্রকাশ করেছে সংস্থা। প্যানাসনিকের এই বছর মুনাফা ১৫ শতাংশ কমে গিয়েছে। অন্যদিকে সেলসও ৮ শতাংশ হ্রাস পেয়েছে। প্যানাসনিক হোল্ডিংস-এর সিইও ইউকি কুসুমি এপ্রিল মাসে জাপানের নিক্কেই সংবাদপত্রকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে অন্যান্য সংস্থার তুলনায় কর্মক্ষমতা বাড়ানোর জন্য ছাঁটাই জরুরি।
কিছুদিন আগেই আইবিএম সংস্থার ক্লাউড ক্লাসিক বিভাগের এক চতুর্থাংশ কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে। তবে ঠিক কতজনের চাকরি যাবে তা এখনও স্পষ্ট জানা যায়নি। মূলত বড় মাপের কর্পোরেট পুনর্গঠনের কারণে এই কর্মী ছাঁটাই হবে বলেই জানা গিয়েছে সংস্থার তরফে।






















