Ministry of Defence: যুদ্ধ পরিস্থিতিতে সঠিক তথ্য জানাতে বড় উদ্যোগ প্রতিরক্ষা মন্ত্রকের, চালু হোয়াটসঅ্যাপ চ্যানেল
Ministry of Defence WhatsApp Channel: ই সময়ে সাধারণ মানুষকে সতর্ক করতে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence) পক্ষ থেকে চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল।

India Pakistan Conflict: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই আরও বেড়ে চলেছে। আর এই যুদ্ধ পরিস্থিতির আবহে এই সংবেদনশীল সময়ে ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে। বিশেষত বেশ কিছু পাকিস্তানপন্থী সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে নানা সময় নানাবিধ বিষয়ে ভুয়ো তথ্য ছড়িয়ে ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। এই সময়ে হোয়াটসঅ্যাপেও (WhatsApp Channel) বহু ভুয়ো মিথ্যা বার্তা শেয়ার হয়ে যাচ্ছে অজান্তেই। মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। আর এই সময়ে সাধারণ মানুষকে সতর্ক করতে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence) পক্ষ থেকে চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। প্রতিরক্ষা বিভাগের সমস্ত সঠিক তথ্য পাওয়া যাবে এই চ্যানেলেই।
অন্যদিকে প্রেস ইনফরমেশন ব্যুরোও পিআইবি ফ্যাক্ট চেক অপারেশন চালাচ্ছে জোর কদমে যাতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্যের মুখোশ খুলে দেওয়া যায় এবং মিথ্যা অপপ্রচার বন্ধ করা যায়। ভুয়ো খবর ছড়ানো রোধ করতেই পিআইবির ফ্যাক্ট চেক বিভাগ কাজ করে চলেছে সমানতালে।
প্রতিরক্ষা বিভাগের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিন এখানে
১০ মে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানানো হয়, 'এই সংবেদনশীল সময়ে হোয়াটসঅ্যাপে প্রচুর ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। ভুল খবর ছড়ানো হচ্ছে। সতর্ক থাকুন এবং সমস্ত সঠিক তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করন'। এরপরেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক যুক্ত করা ছিল সেই পোস্টে আর একটি স্ক্রিনশটও দেওয়া ছিল যা থেকে দেখা যাচ্ছে যে এই চ্যানেলে এখনও পর্যন্ত ৬ লক্ষ ৫৪ হাজার ৭৫২ জন ফলোয়ার যোগ দিয়েছেন। যুদ্ধ পরিস্থিতিতে সঠিক তথ্য জানাতে বড় উদ্যোগ প্রতিরক্ষা মন্ত্রকের।
শুক্রবার রাতে ও শনিবার ভোরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়, জম্মু-কাশ্মীর সীমান্ত, রাজস্থান, উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল থেকে পাকিস্তানের গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার কথা জানা যায়। ৭ মে অপারেশন সিঁদুরের পরে সমাজমাধ্যমে ব্যাপক ভুল তথ্য ভুয়ো খবর ছড়ানো শুরু হয়ে যায়। এই ভুয়ো খবর প্রতিরোধ করতে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দিতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
একটি এমনই ভুয়ো খবরে দাবি করা হচ্ছিল যে পাকিস্তান নাকি ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার শিবানী সিংকে আটক করেছে। তবে এই খবর সম্পূর্ণ মিথ্যা ও ভুয়ো বলে চিহ্নিত করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক।






















