(Source: Poll of Polls)
Milk Price Hike: ভোট শেষ হতেই সোম থেকে বাড়ছে দুধের দাম, লিটার প্রতি ২ টাকা বৃদ্ধি
Amul Milk Price Rise: টোল প্লাজার ফি বৃদ্ধির পাশাপাশি সোম থেকেই বাড়তে চলেছে দুধের দাম। আমুল দুধ এখন লিটার প্রতি আরও ২ টাকা বেশিতে কিনতে হবে আপনাকে। মানে মাসের শুরুতেই বাড়তে চলেছ খরচের বোঝা।
Amul Milk Price Rise: বিরোধীদের আশঙ্কাই সত্যি হতে চলেছে। লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) শেষ হতেই একের পর এক পণ্যের দাম বাড়ছে (Milk Price Hike) । টোল প্লাজার ফি (Toll Price Hike) বৃদ্ধির পাশাপাশি সোম থেকেই বাড়তে চলেছে দুধের দাম। আমুল দুধ (Amul Milk) এখন লিটার প্রতি আরও ২ টাকা বেশিতে কিনতে হবে আপনাকে। মানে মাসের শুরুতেই বাড়তে চলেছ খরচের বোঝা।
Milk Price Rise: গুজরাত মিল্ক মার্কেটিং কর্পোরেশন কী বলছে এই বিষয়ে
গুজরাত মিল্ক মার্কেটিং কর্পোরেশন জানিয়েছে, আমুল দুধের ফ্রেস পাউচ প্যাকে লিটার প্রতি ২ টাকা বৃদ্ধি করা হয়েছে। সারা দেশেই ৩ জুন অর্থাৎ সোমবার থেকে এই দাম কার্যকর হবে। কর্পোরেশনের মতে, এই দুধের দাম বৃদ্ধি ম্যাক্সিমাম রিটেল প্রাইসের ৩-৪ শতাংশ। মনে রাখতে হবে, দেশের বড় বাজারগুলিতে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে দুধের দাম বৃদ্ধি করেনি আমুল। দেশের খাদ্য দ্রব্যের গড় মূল্যবৃদ্ধির থেকেও নীচে রয়েছে আমুল দুধের এমআরপি।
Amul Milk Price Hike: কেন এই দাম বৃদ্ধি করতে হল
সংস্থার তরফে আরও বলা হয়েছ, মূলত দুধ প্রস্তুতিকরণ ও সরবরাহের কারণেই এই দাম বৃদ্ধি করতে হয়েছে। গত এক বছরে কর্পোরেশন দুধ সরবারহকারীদেরও দুধের জন্য ৬-৮ শতাংশ বেশি টাকা দিচ্ছে।
দাম বৃদ্ধি টোল প্লাজার ফি-তে
তবে কেবল দুধের ক্রপোরেশনগুলি নয়, ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) বেশ কয়েকটি রাজ্য জুড়ে টোল প্লাজার (Toll Plaza) হার সংশোধন করেছে। সোমবার থেকে কার্যকর হবে এই হার। রবিবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) একজন আধিকারিক রবিবার সংবাদ সংস্থা রয়টার্সের সাথে কথা বলেছেন। সোমবার থেকে শুরু হওয়া প্রায় 1,100টি টোল প্লাজায় টোল প্লাজার হার 3% থেকে 5% বৃদ্ধি করা হবে।
টোল প্লাজায় ফি বৃদ্ধি নিয়ে কী বলছে বিরোধীরা ?
এনএইচএআই জানিয়েছে, এটি তাদের রাস্তা প্রকল্পের সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বিরোধী দলগুলি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের মতে, এই ফি বৃদ্ধির সিদ্ধান্তে সাধারণ মানুষের পকেটের বোঝা চাপবে। কেবল ভোটের সময় বলেই এই হার বৃদ্ধি করা হয়নি।
Special FD: ৬৬৬ দিনের বিশেষ স্কিম নিয়ে এল এই সরকারি ব্যাঙ্ক, আপানি পাবেন ৭.৯৫ শতাংশ সুদ