Multibagger Stock: ১০ হাজার টাকা থেকেই ২.৫ লাখ রিটার্ন ! এই FMCG পেনিস্টকে মিলেছে বিপুল মুনাফা
FMCG Multibagger Stock: শেষ এক বছরে সর্বেশ্বর ফুডস-এর স্টকের দাম বেড়েছে ২৭৩ শতাংশ। শুধুমাত্র ২০২৪ সালেই এর দাম বেড়েছে ৫৫ শতাংশের কাছাকাছি।
Penny Stock: পেনিস্টকে বিনিয়োগ একাধারে যেমন ঝুঁকিসাপেক্ষ, তেমনই এই স্টকে বিনিয়োগে অনেকক্ষেত্রেই বিপুল হারে রিটার্ন মিলেছে। এদের মধ্যে কিছু স্টক আবার FMCG গোত্রের। এই ধরনের স্টকের মধ্যে সর্বেশ্বর ফুড সংস্থার স্টকে মিলেছে মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Stock)। ৪ বছরের মধ্যে এই স্টকের দাম বেড়েছে ২৪০০ শতাংশ। অর্থাৎ কোনও বিনিয়োগকারীর ১০ হাজার টাকা আজকের দিনে হয়ে গিয়েছে ২.৫ লাখ টাকারও বেশি। আপনার কেনা ছিল এই স্টক ?
সংস্থার ব্যবসা
বাসমতি বাদামি চাল, কাঁচা চাল, ভাপানো চাল, সিল্কি কাঁচা চাল, সাদা পার্বোল্ড চালের কেনাবেচা করে এবং ভারতের দানাদার সাদা কাঁচা চাল, সাদা সিদ্ধ চাল, দানা সোনালি পারসিদ্ধ চাল এবং দানা বাদামি চাল কেনা-বেচা করে থাকে। নিম্বার্ক এই ব্র্যান্ড নাম ব্যবহার করে এই সংস্থা জৈব খাবারও সরবরাহ করে থাকে। এই সংস্থার আগের নাম ছিল সর্বেশ্বর অর্গানিক ফুডস লিমিটেড (Multibagger Stock)। ২০১৫ সালের জুন মাসে এর নাম বদলে রাখা হয় সর্বেশ্বর ফুডস লিমিটেড। ১৯৮০ সালে তৈরি হয়েছিল এই সংস্থা এবং ভারতের জম্মুতেই এর কারবার।
সংস্থার শেয়ারের ওঠানামা
শেষ এক বছরে সর্বেশ্বর ফুডস-এর (Multibagger Stock) স্টকের দাম বেড়েছে ২৭৩ শতাংশ। শুধুমাত্র ২০২৪ সালেই এর দাম বেড়েছে ৫৫ শতাংশের কাছাকাছি। ৩ মাসের মধ্যে ২ মাসেই সবুজ জোনে থেকেছে এই স্টক। ডিসেম্বর ২০২৩ সাল থেকে শুরু করে লম্বা র্যালির পর মার্চ মাসে এই শেয়ারের দাম ৩৭ শতাংশ পড়ে যায়। ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এই স্টকের দাম ১৯১ শতাংশ বেড়ে যায়। শুধু ফেব্রুয়ারি মাসের হিসেব ধরলে এক মাসেই শেয়ারের দাম বাড়ে ৮৫ শতাংশ এবং জানুয়ারি মাসে দাম বেড়েছিল ৩৩ শতাংশ।
সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তর
গত মাসের ২৮ ফেব্রুয়ারি সর্বেশ্বর ফুডসের শেয়ারের দাম ছুঁয়েছিল সর্বোচ্চ উচ্চতা, দাম উঠেছিল ১৫.৭৩ টাকায়। সেখান থেকে এখন ৮৫ শতাংশ পড়ে গিয়েছে দাম। এর ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম যেখানে ২.০৭ টাকা, সেখান থেকে এখন এই সংস্থার শেয়ারের দাম ৩১০ শতাংশ বেড়ে গিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Amazon India: অ্যামাজনে বাড়তে চলেছে জিনিসের দাম ? এই তারিখ থেকে বড় ধাক্কা খাবেন বিক্রেতারা