Kolkata Accident News: তেলেঙ্গাবাগানে তুলকালাম, দুই বাসের রেষারেষিতে ভয়ঙ্কর দুর্ঘটনা, পায়ের উপর উঠে গেল গাড়ি!
Accident News: জানা গিয়েছে, বাসের রেষারেষি এমন দুর্ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তেলেঙ্গাবাগান এলাকায়।
আবির দত্ত, কলকাতা: তেলেঙ্গাবাগানে দুই বাসের রেষারেষিতে ভয়ঙ্কর দুর্ঘটনা। জানা গিয়েছে গুরুতর আহত ১, ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালে। এলাকায় উত্তেজনা, বাসে ভাঙচুরও চালান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও বেপরোয়া বাস চালানোয় এলাকায় ঘটছে দুর্ঘটনা।
ঠিক কী ঘটেছে?
জানা গিয়েছে, বাসের রেষারেষি এমন দুর্ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তেলেঙ্গাবাগান এলাকায়। অভিযোগ এই ঘটনার সময় মানিকতলা থানার পুলিশ উপস্থিত থাকলেও তাঁদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে স্থানীয়রা। বাগবাজার-গড়িয়া স্টেশনের একটি বাস এবং হাওড়া-বারাসাত রুটের জনপ্রিয় L238 বাসের রেষারেষিতে এই দুর্ঘটনাটি ঘটে।
এদিকে দুই বাসের রেষারেষির মাঝে পড়ে এক মহিলার পায়ে বাসের চাকা উঠে যায়। গুরুতর আহত হয়েছেন তিনি। আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাকে। এরপরই অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের দাবি পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে।
বাসিন্দাদের অভিযোগ এই জায়গায় সবসময়ই বেপরোয়া গতিতে বাস চালানো হয়। এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। এরপরও পুলিশ কোনও ব্যবস্থা নেয় না, এমনই অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা পুলিশ-কাউন্সিলকে পেয়েই ক্ষোভ উগরে দেন। এক স্থানীয়রা বলেন, হাওড়া বারাসাত গামী L238 বাসটি প্রচন্ড জোরে আসছিল। সিগনাল লাল ছিল বলে এক মহিলা রাস্তা পেরোচ্ছিলেন। সিগনাল না মেনেই সেই সময় বাসটি এসে ধাক্কা মারে। যার জেরে মহিলার পায়ে বাসের চাকা উঠে যায়।
আরেক বাসিন্দাদের কথায়, 'এখানে পুলিশ কাজ করে না, সারাদিন ডিপোয় বসে ফোন ঘাটে। পুলিশ থাকে ঠিকই। কিন্তু কাজ না করলে এরকম তো হবেই। কীভাবে সিগন্যাল ভেঙে বাস গতি নিয়ে এগিয়ে যায়?'
আরও পড়ুন, মর্গে মৃতদেহের সঙ্গে কাটাতে হবে ১০ মিনিট! চাকরির বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্ক
জনবহুল এই জায়গায় এমন ঘটনার খবর পেয়েই ছুটে আসেন তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে। তিনি বলেন, 'বাসের বেপরোয়া গতি ছিল। কেন এমন ঘটনা ঘটল তা অবশ্যই খতিয়ে দেখা হবে। পুলিশের কোনও নিষ্ক্রিয়তা ছিল কি না তাও দেখা হবে।'
এদিকে এই ঘটনার জেরে উল্টোডাঙার একটি লেন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। যার জেরে ওই পথে বেশ কিছুটা যানজটও দেখা দিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে