Multibagger Penny Stock: ৫ বছরে ১ লাখ থেকে ৩.৮১ কোটি ! চমকে দেওয়া রিটার্ন এই পেনিস্টকে
Share Market: এই শেয়ারে ১ লাখ টাকা ৫ বছর আগে বিনিয়োগ করলে আজকের দিনে দাঁড়িয়ে হাতে হাতে ৩.৮১ কোটি টাকা পেতেন বিনিয়োগকারীরা। অর্থাৎ যা কিনা ৩৮০০ শতাংশ রিটার্ন। কোন সংস্থার শেয়ার ?
Share Market: শেয়ার বাজারে এমন অনেক সংস্থার শেয়ার আছে যেগুলি খুব কম সময়ের মধ্যে বিপুল রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। তবে এই সমস্ত শেয়ার খুঁজে পাওয়া খুবই কঠিন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে স্মলক্যাপ কোম্পানির স্টকেই এমন মাল্টিব্যাগার রিটার্ন আসে, আর এই স্টকগুলির মধ্যে সম্প্রতি জানা গিয়েছে এমনই একটি মাল্টিব্যাগার স্টকের (Multibagger Penny Stock) নাম যেখানে ৫ বছরের মধ্যে ৩৮০০ শতাংশ রিটার্ন এসেছে। আপনার কি কেনা ছিল এই স্টক ?
কোন পেনিস্টকে এত বিপুল রিটার্ন
এই শেয়ারে ১ লাখ টাকা ৫ বছর আগে বিনিয়োগ করলে আজকের দিনে দাঁড়িয়ে হাতে হাতে ৩.৮১ কোটি টাকা পেতেন বিনিয়োগকারীরা। অর্থাৎ যা কিনা ৩৮০০ শতাংশ রিটার্ন। সংস্থার নাম হাজুর মাল্টি প্রজেক্টস (Hazoor Multi Projects) আর এই সংস্থার (Multibagger Penny Stock) শেয়ারেই মিলেছে বিপুল রিটার্ন। ৬ মাসের মধ্যে এই স্টকের দাম ১৩০ টাকা থেকে বেড়েছে হয়েছে ৩৮১ টাকা। অর্থাৎ যা কিনা প্রায় ১৯০ শতাংশ। শেষ এক বছরে ৯৯.৬০ টাকা থেকে শেয়ারের দাম বেড়ে হয়েছে ৩৮১ টাকা। হিসেব করলে দেখা যাবে ২৮০ শতাংশ রিটার্ন এসেছে এই শেয়ারের দামে।
কত বিনিয়োগে কত রিটার্ন
৫ বছরে ১ টাকা থেকে বাড়তে বাড়তে এই স্টকের দাম ছুঁয়েছে ৩৮১ টাকা। টাকার হিসেব করলে দেখা যায়, ৬ মাস আগে এই শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে রিটার্ন আসত ২.০৯ লাখ টাকা। একইভাবে এক বছর আগে এই হাজুর মাল্টি প্রজেক্টসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে আজকের দিনে আপনি ৩.৮০ লাখ টাকা পেতেন। আর ৫ বছর আগে থেকে যদি আজ পর্যন্ত কেউ এই শেয়ারে বিনিয়োগ করে তা ধরে রাখতেন তাহলে তিনি হাতে হাতেই ১ লাখ টাকার বিনিময়ে পেতেন ৩.৮১ কোটি টাকা।
শুক্রবারের ট্রেডিং সেশনে এই হাজুর মাল্টি প্রজেক্টসের স্টকে আপার সার্কিটেই ছিল। বলাই বাহুল্য বেশ কিছুদিন ধরেই এই শেয়ার আপার সার্কিটেই থাকছে। এক মাসে এই শেয়ারের (Multibagger Penny Stock) দাম বেড়েছে ২ শতাংশ পর্যন্ত।
এরকমই আরেকটি পেনিস্টকে মাল্টিব্যাগার রিটার্ন মিলেছে সম্প্রতি। Svaraj Trading & Agencies-এর স্টকে ১ বছরের বিনিয়োগের উপর এসেছে ১৮৯ শতাংশ রিটার্ন। গত তিন মাসে এই সংস্থার শেয়ার বেড়েছে প্রায় ২১২ শতাংশ।
আরও পড়ুন: Multibagger Stocks: ৪ দিনে ৪০ শতাংশ লাফ, এটি একটি মাল্টিব্যাগার চিনি কোম্পানির স্টক