Multibagger Stock: ৪ বছর আগে ১ লাখ রাখলে আজ পেতেন ১.৫ কোটি টাকা ! এই পেনিস্টকটি দেখেছেন ?
Penny Stock: SG Finserve-এর শেয়ারেই এসেছে এই বিপুল রিটার্ন। গত ৪ বছরে ১৫,১৮৫ শতাংশ রিটার্ন এসেছে এই স্টকে।
Penny Stock: শেয়ার বাজারে বেশিরভাগ বিনিয়োগকারীই এই ধরনের মাল্টিব্যাগার শেয়ারের খোঁজে থাকেন। এই শেয়ারগুলি সাধারণত খুব কম সময়ে বিপুল মুনাফা এনে দেয়। কিছু কিছু এমন স্টক আছে বাজারে যা বিগত কয়েক বছরে অবিশ্বাস্য রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। ১০০০ বা ২০০০ নয়, এক ধাক্কায় ১৫০০০ শতাংশ রিটার্ন মিলেছে বিগত ৪ বছরে একটিমাত্র স্টক থেকেই। তাও আবার পেনিস্টক। কোন সংস্থার শেয়ার ? আপনার কেনা ছিল কি ?
কোন সংস্থার শেয়ার
SG Finserve-এর শেয়ারেই এসেছে এই বিপুল রিটার্ন। গত ৪ বছরে ১৫,১৮৫ শতাংশ রিটার্ন এসেছে এই স্টকে। ২০২০ সালে এই শেয়ারের দাম ছিল ২.৮ টাকা। সেখান থেকে এই শেয়ারের দাম বেড়ে হয় ৪২৮ টাকা। অর্থাৎ আজ থেকে ৪ বছর আগে যদি কোনও বিনিয়োগকারী এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তিনি রিটার্ন পেতেন ১.৫২ কোটি টাকা। এক কথায় অবিশ্বাস্য !
সংস্থার ব্যবসা
SG Finserve Limited মূলত ব্রোকিং, ডিস্ট্রিবিউশন, বিনিয়োগ, অনলাইন ট্রেডিং, ওয়েলথ ম্যানেজমেন্ট, ইনসিওরেন্স সার্ভিসেসের মত কাজের সঙ্গে যুক্ত। এর আগে এই সংস্থার নাম ছিল Moongipa Securities Limited। ১৯৯৪ সালে ভারতের গাজিয়াবাদে তৈরি হয়েছে এই সংস্থা।
শেয়ারের দামে ওঠানামা
শেষ এক বছরে এই শেয়ারের দামে কারেকশন এসেছে। ১৪ শতাংশ পড়ে গিয়েছে দাম। ২০২৪ সালেই এই সংস্থার শেয়ারের দাম পড়েছে ১২ শতাংশ। এর মধ্যে যদিও ৩ মাসের ২ মাসেই পজিটিভ রিটার্ন এনে দিয়েছে এই স্টক। এই বছরের জানুয়ারি মাসে SG Finserve-এর শেয়ারের দাম ২.৮ শতাংশ বেড়েছিল, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে যথাক্রমে শেয়ারের দাম বেড়েছিল ৯ ও ১০ শতাংশ।
SG Finserve-এর শেয়ারের সর্বকালীন উচ্চতা ৭২৮ টাকা থেকে এখন ৪৩ শতাংশ পড়ে ৪২৮ টাকায় ট্রেড করছে এই শেয়ার। এর ৫২ সপ্তাহের সর্বনিম্ন সীমা ৩৮৪.৯৫ টাকা থেকে মাত্র ১১ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: ২৮০০ থেকে এখন ৭৫০০ ছাড়িয়েছে, এটি একটি মাল্টিব্যাগার স্টক