(Source: ECI/ABP News/ABP Majha)
Paytm Stock Crash: সেবির কোনও নোটিশ পাননি বিজয় শেখর শর্মা ! বিনিয়োগকারীদের কী জানাল পেটিএম ?
Paytm CEO: পেটিএম সিইও বিজয় শেখর শর্মাকে নোটিশ দিয়েছে সেবি, এই খবর ছড়িয়ে পড়ার পর পেটিএমের প্যারেন্ট কোম্পানি ওয়ান ৯৭ কমিউনিকেশনের শেয়ার ২৪.৮৫ টাকা কমে বম্বে স্টক এক্সচেঞ্জে ৫৩০ টাকায় বন্ধ হয়।
SEBI Update: পেটিএম গতকাল সোমবার স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, যে খবরের পর সংস্থার শেয়ারে বিপুল পতন দেখা দিল, সেই খবর আদপে মিথ্যা। বলা হয়েছিল যে সেবির তরফ থেকে পেটিএম সিইও বিজয় শেখর শর্মাকে শো-কজ নোটিশ দেওয়া হয়েছে। তবে পেটিএমের (Paytm CEO) পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে বিজয় শেখর শর্মার উদ্দেশ্যে এই শো-কজ নোটিশ (Paytm Stock Crash) নতুন কিছু নয়। মার্চ ও জুন ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের সময়েই সংস্থা এই তথ্য প্রকাশ করেছে। এই খবরের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৫ শতাংশেরও বেশি পতন আসে শেয়ারে। পেটিএম গতকাল তার বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে যে সংস্থা সম্পূর্ণ স্বচ্ছভাবে সমস্ত নিয়ম-নির্দেশ অনুসরণ করেছে।
আইপিও আনার সময় সঠিক তথ্য না দেওয়ার জন্য নোটিশ জারি
পেটিএম সিইও বিজয় শেখর শর্মাকে নোটিশ দিয়েছে সেবি, এই খবর ছড়িয়ে পড়ার পর পেটিএমের প্যারেন্ট কোম্পানি ওয়ান ৯৭ কমিউনিকেশনের শেয়ার ২৪.৮৫ টাকা কমে বম্বে স্টক এক্সচেঞ্জে ৫৩০ টাকায় বন্ধ হয়। সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, বিজয় শেখর শর্মা ছাড়াও সেবি সংস্থার অনেক ডিরেক্টরকেই শো-কজ নোটিশ জারি করেছে। ২০২১ সালে পেটিএমের যে আইপিও এসেছিল বাজারে সেখানে এই সকলেই যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। এই প্রতিবেদন অনুসারে আইপিও আনার সময় পেটিএম সঠিক তথ্য জানায়নি সেবিকে, এছাড়া সংস্থার মালিকানা সংক্রান্ত নিয়ম-নীতি ঠিকভাবে মানা হয়নি। রিজার্ভ ব্যাঙ্কের থেকে ইঙ্গিত পাওয়ার পরেই এই তদন্ত শুরু হয় পেটিএমের বিরুদ্ধে।
যে নোটিশের কথা বলা হচ্ছে যা পুরনো
স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে পেটিএম জানিয়েছে যে সম্প্রতি সংবাদমাধ্যমে যে নোটিশের কথা বলা হচ্ছে তা আদপে পুরনো। এর আগে এই নোটিশের কারণে সংস্থার পক্ষ থেকে তথ্য প্রকাশ করা হয়েছে সেবিকে। পেটিএম এই মর্মে তার সমস্ত বিনিয়োগকারীদের জানিয়েছে যে এটি নতুন কোনও ঘটনা নয়। এই নোটিশ আগে যখন পেয়েছিলেন সিইও, তখন থেকেই সংস্থা সেবির সঙ্গে সতত সংযোগ রেখেছে। সময়ে সময়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য সেবিকে দিয়েছে পেটিএম। এই নোটিশের কারণে আগের অর্থবর্ষে সংস্থার ফলাফলে কোনও প্রভাব পড়েনি।
আইপিও আনার সময় বিজয় শেখর শর্মা কি মালিক ছিলেন নাকি কর্মী ছিলেন ?
বেশ কিছু সংবাদমাধ্যমে জানা গিয়েছে ২০২১ সালের নভেম্বর মাসে আইপিও আনার সময় যারা এই সংস্থার ডিরেক্টর ছিলেন তাদের সঙ্গে সঙ্গে সিইও বিজয় শেখর শর্মাকে শোকজ নোটিশ পাঠিয়েছে সেবি। তদন্ত শুরু হয়েছে একটি প্রশ্নকে ঘিরে, আইপিও আনার সময় বিজয় শেখর শর্মা সংস্থার কর্মী ছিলেন নাকি মালিক ছিলেন। আইপিও আনার সময় তাঁর হাতেই ছিল সংস্থার পরিচালনার ভার। সেবির নিয়ম অনুসারে রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা জারির পর বিজয় শেখর শর্মা কার্যত এমপ্লয়ি স্টক অপশন (ESOP)-এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তাই নিয়েই চলছে জলঘোলা।
আরও পড়ুন: Petrol Diesel Price: পেট্রোলে প্রায় ১ টাকা কমল মুর্শিদাবাদে, আজ জ্বালানি ভরাতে খরচ কত ?