Reserve Bank of India: ১০০ টন সোনা দেশে ফেরাচ্ছে RBI! ভারতের বাজারে দাম কমবে?
RBI shifts Gold: ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ভল্ট থেকে দেশের ভল্টে আসছে সোনা। দিন দিন সঞ্চিত সোনার পরিমাণ বৃদ্ধি পেতেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।
নয়াদিল্লি: ১-২ কেজি নয়। টন টন সোনা। ১০০ টনেরও বেশি সোনা। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) ঠিক এত পরিমাণ সোনাই সরাচ্ছে। TOI-এর একটি রিপোর্ট অনুযায়ী UK থেকে দেশের ভল্টে সরিয়ে ফেলা হচ্ছে সোনা।
TOI-এর রিপোর্ট অনুযায়ী, সরকারি সূত্র জানিয়েছে, ভারতীয় ভল্টে (Indian vault) সোনা সরানোর জন্য একাধিক কারণ রয়েছে। পরিকাঠামোগত কারণও রয়েছে। এর ফলে আগামী কয়েকমাসে দেশে বিপুল পরিমাণ সোনা ঢুকছে। TOI রিপোর্ট অনুযায়ী, মার্চের শেষ পর্যন্ত RBI-এর হাতে ৮২২.১ টন সোনা ছিল। যার মধ্যে ৪১৩.৮ টন সোনা বাইরে ছিল।
বিভিন্ন রিপোর্টে দাবি, দীর্ঘদিন ধরে ভারত-সহ আরও নানা দেশের কেন্দ্রীয় ব্য়াঙ্কের সোনার সঞ্চয় (Gold reserve in India) স্থান হিসেবে কাজ করে Bank of England. TOI -এর রিপোর্ট অনুযায়ী বেশ কয়েক বছর আগে থেকে RBI সোনা কেনা শুরু করে, তার সঙ্গেই সোনা রাখার জায়গাগুলি খুঁজে দেখা শুরু হয়। সোনার সঞ্চয় আরও বাড়তে থাকায় ভারতে ফিরে আনার বিষয়ে চিন্তাভাবনা শুরু করা হয়।
সারা ভারতে সাধারণ বাসিন্দাদের মধ্যে সোনা (Gold Demand in India) নিয়ে আলাদা আবেগ কাজ করে। ভারতীয় সংস্কৃতিতেও সোনার ব্যবহার বহু। বছর ১৫ আগে IMF থেকে ২০০ টন সোনা কিনেছিল RBI. তারপর ধীরে ধীরে আরবিআই-এর সোনার সঞ্চয় ক্রমশ বেড়েছে।
যদিও ১০০ টন সোনা দেশের (Gold returns to India) ভল্টে নিয়ে আসতে গেলে পরিকাঠামোগত ভাবে বড়সড় পদক্ষেপ নিতে হচ্ছে। অর্থমন্ত্রক, আরবিআই থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্য সরকারের মধ্যে তুমুল বোঝাপড়ার মাধ্যমে এই কাজ করাতে হবে। এর সঙ্গেই নীতি-নির্ধারণের দিক থেকেও একাধিক সিদ্ধান্ত নিতে হবে। সোনা সরানোর জন্য বিমানের ব্যবস্থা করতে লাগবে। তার সঙ্গেই চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে। এরই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সোনা দেশের ভল্টে নিয়ে আসায় স্টোরেজের খরচও কমবে। কারণ ব্যাঙ্ক অফ ইংল্যান্ডকে সোনা রাখার জন্য অর্থ দিতে হয় RBI-কে। দেশে সাধারণত মুম্বই ও নাগপুরে আরবিআই- অফিসের ভল্টে সোনা রাখা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: যৌন নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ! ভারতে নামতেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি