এক্সপ্লোর
Live Updates: রিলায়েন্সের ৪৩ তম এজিএমে মুকেশ অম্বানির বড়সড় চুক্তির ঘোষণা, গুগল করবে ৩৩,৭৩৭ কোটি টাকার লগ্নি
আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল জেনারেল মিটিং। এটি কোম্পানির ৪৩ তম এজিএম। ভিন্ন ভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে রিলায়েন্সের এক লক্ষের বেশি শেয়ার হোল্ডার এই বৈঠকে সামিল।

Background
মুম্বই : আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল জেনারেল মিটিং। এটি কোম্পানির ৪৩ তম এজিএম। ভিন্ন ভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে রিলায়েন্সের এক লক্ষের বেশি শেয়ার হোল্ডার এই বৈঠকে সামিল। এবারই প্রথম ভার্চুয়াল প্ল্যাটফর্মে এজিএম হচ্ছে। করোনা সংকটের কারণে এবার অনলাইন এজিএমের সিদ্ধান্ত।
03:13 AM (IST) • 15 Jul 2020
ইশা অম্বানি জিও মার্টের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন যে, এতে ইলেকট্রনিক্স, ফার্মা ও হেল্থকেয়ার প্রোডাক্টও বিক্রি হবে।
03:11 AM (IST) • 15 Jul 2020
আকাশ অম্বানি বলেছেন, জিও ডেভেলপার্স প্রোগ্রামের মাধ্যমে যে কোন অ্যাপ ডেভেলাপার নিজেকে বিকশিত করতে পারবেন. নয়া অ্যাপ লঞ্চ করতে পারবেন। এছাড়াও এই ডেভেলাপার্সদের জন্য একটি প্ল্যাটফর্মেরও ঘোষণা করেছেন, যারা জিও-র অংশীদার হওয়ার ইচ্ছে রাখেন।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















