Reliance Jio Update: ১১৮৩ কোটি টাকায় এয়ারটেলের থেকে স্পেকট্রাম ব্যবহারের অধিকার কিনল রিলায়েন্স জিও
স্পেকট্রাম ট্রেডিংয়ের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও মুম্বই সার্কলে স্পেকট্রাম অধিকার কিনল মুকেশ অম্বানির সংস্থা
মুম্বই: দেশের তিন সার্কলে ভারতী এয়ারটেলের থেকে স্পেকট্রাম ব্যবহারের অধিকার কিনল রিলায়েন্স জিও।
এই প্রেক্ষিতে স্পেকট্রাম ট্রেডিংয়ের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও মুম্বই সার্কলে ৮০০ মেগাহার্ৎজ ব্যান্ডের স্পেকট্রাম ব্যবহারের অধিকার কিনতে মুকেশ অম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড (আরজেআইএল) ও সুনীল ভারতী মিত্তলের নেতৃত্বাধীন ভারতী এয়ারটেল লিমিটেডের মধ্যে সুনির্দিষ্ট চুক্তি সম্পন্ন হয়েছে।
দুই সংস্থার মধ্যে স্পেকট্রাম ট্রেডিংয়ের বিষয়টির সম্পর্কে অবগত করা হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমকে। রিলায়েন্স জিও-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশে (২ x ৩.৭৫), দিল্লিতে (২ x ১.২৫) ও মুম্বইতে (২ x ২.৫) স্পেকট্রাম কিনেছে সংস্থা।
ভারতী এয়ারটেলের তরফে বলা হয়েছে, স্পেকট্রামের বিনিময়ে জিও-র থেকে ১০০৪.৮ কোটি টাকা (কর বাদ দিয়ে) পেয়েছে সংস্থা। এছাড়া, স্পেকট্রাম সম্পর্কিত ৪৬৯.৩ কোটি টাকার ভবিষ্যৎ দায়ভারও বহন করবে রিলায়েন্স।
এই স্পেকট্রাম ব্যবহারের অধিকার সম্পর্কিত ট্রেডিংয়ের ফলে এখন মুম্বই সার্কলে ২ x ১৫ মেগাহার্ৎজ এবং দিল্লি ও অন্ধ্রপ্রদেশ সার্কলের প্রত্যেকটিতে ২ x ১০ মেগাহার্ৎজের ৮০০ মেগাহার্ৎজ ব্যান্ড স্পেকট্রাম ফুটপ্রিন্ট পাচ্ছে রিলায়েন্স। সংস্থার মতে, এর ফলে জিও গ্রাহকদের নেটওয়ার্ক অভিজ্ঞতা আরও ভালো হবে।
গ্রাহকদের ভিত্তিতে দেশের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও এবং দ্বিতীয় বৃহত্তম এয়ারটেলের মধ্যে হওয়া এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
২০১৬ সালে টেলিকম সেক্টরে মুকেশ অম্বানির নেতৃত্বাধীন জিও প্রবেশ করার পর থেকে দুই প্রধানের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা চলছে। তা সত্ত্বেও একে অপরের সঙ্গে কাজ করতে এগিয়ে আসাটা অত্যন্ত ইতিবাচক বলেই মনে করছে বণিকমহল।
শুক্রবার, বম্বে স্টক এক্সচেঞ্জে ভারতী এয়ারটেলের শেয়ারদর ২.২১ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছয় ৬৩৭.০৫ টাকায়। সংস্থার মোট মূল্য ৩,৪৯,৮৬৯.৬০ কোটি টাকা। অন্যদিকে, রিলায়েন্স জিও-র শেয়ারদর ১.৬৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ২১৪৪.৭৫ কোটি টাকা। সংস্থার মোট মূল্য ১৩,৫৯,৬৫২.০৬ কোটি টাকা।