Stock Price: ঘরে মিলল ১৯৮৮ সালের নথি, ১০ টাকায় কেনা হয়েছিল এই বড় সংস্থার শেয়ার; রাতারাতি লাখপতি এই ব্যক্তি
Reliance Share Price: রট্টন ধীলন নামের এই ব্যক্তি মূলত গাড়ি কেনা-বেচার কাজ করেন। সমাজমাধ্যমে তিনি একটি পোস্টে এই শেয়ার কেনার পুরনো নথির ছবি পোস্ট করেন।

Share Price: যখন কেউ বলে যে সে ঘরে গুপ্তধন খুঁজে পেয়েছে, আমরা অনেকেই সেই কথা হেসে উড়িয়ে দিই, কিন্তু একথাও যে সত্যি হতে পারে। এমনই এক ব্যক্তি নিজের ঘরে খুঁজে পেলেন পুরনো শেয়ার কেনার নথি আর সেই পুরনো শেয়ারের (Stock Price) এখনকার দাম শুনে চোখ কপালে সেই ব্যক্তির। গুপ্তধন মানেই যে শুধু সোনা, হিরে, গয়না, জহরত থাকতে তা নয়, এই শেয়ারের কাগজও ছিল আদ্যন্ত একটি গুপ্তধন। একটা কাগজের (Reliance Industries Share) টুকরোই জীবন বদলে দিল এই ব্যক্তির।
আর এভাবেই জীবন বদলে যায় চণ্ডীগড়ের রট্টন ধীলনের। তার ঘরে হঠাৎ করেই একদিন তিনি খুঁজে পান ১৯৮৮ সালে কেনা ৩০টি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের কাগজ। সেই সময় একেকটি শেয়ারের দাম ছিল মাত্র ১০ টাকা। আর আজ সেই শেয়ারের মোট মূল্য দাঁড়িয়েছে ১০.৭ লক্ষ টাকা।
সমাজমাধ্যমে বিপুল ভাইরাল এই পোস্ট
রট্টন ধীলনের এই কাহিনি সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে পড়েছে। সমাজমাধ্যমের পোস্টে রট্টন এই কাগজ থেকে কীভাবে সেই শেয়ারের বর্তমান দাম অ্যাকাউন্টে পাবেন তা জানতে চেয়েছেন। এই পোস্টে সাড়া দিয়েছে জিরোধা এবং ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটি। আর এই সংস্থার মাধ্যমেই সেই ৩০টি শেয়ারের মালিকানা প্রমাণ করতে সমর্থ হয়েছেন রট্টন ধীলন।
রট্টন ধীলন মূলত গাড়ি কেনা-বেচার কাজ করেন। সমাজমাধ্যমে তিনি একটি পোস্টে এই শেয়ার কেনার পুরনো নথির ছবি পোস্ট করে লেখেন, 'কোনও বিশেষজ্ঞ কী বলতে পারবেন যে এখনও আমাদের কাছে এই শেয়ারের বৈধ মালিকানা আছে কিনা ?' তিনি জানান স্টক মার্কেট সম্পর্কে তার কোনও জ্ঞান নেই, তাই তিনি সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য চাইছেন।
সাড়া দিয়েছে IEPFA সংস্থা
IEPFA সংস্থা রট্টন ধীলনের এই পোস্টের উত্তরে লেখে, 'কিছু সময় ধরে যদি এই শেয়ারের মালিকানা ক্লেম করা না হয়, তাহলে সেই শেয়ার IEPFA-র কাছেই স্থানান্তরিত হয়ে আসে। আপনি এই ব্যাপারে IEPFA-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি যাচাই করতে পারেন।' আর এর জন্য সেই সংস্থা তাদের লিংকও শেয়ার করেছেন। জিরোধার কামথ ভাইয়েরাও এই রট্টন ধীলন নামের ব্যক্তিকে সহায়তা করেছেন।
এখন সেই শেয়ারগুলির দাম কত
পোস্টের কমেন্টে এক ব্যক্তি টাইগার রমেশ লেখেন, '৩০টি শেয়ার ছিল, তিনবার স্টক স্প্লিট এবং দুটি বোনাস শেয়ার যোগ হয়ে তা দাঁড়িয়েছে ৯৬০টি শেয়ারে। আর আজকের দামে এই ৯৬০ শেয়ারের মোট মূল্য হবে ১১.৮৮ লক্ষ টাকা।'






















