Chok Bhanga Chota: পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যেই পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: একটা বিজ্ঞপ্তি আর সেটাই মাসের শেষে রাজ্য়ে সংঘাতের পারদকে চড়িয়ে দিল কয়েকগুন। এসআইআরের সময়সীমা বাড়ানোর কৃতিত্ব নিয়ে শুর দড়ি টানাটানি। পাশাপাশি আজ তিন দিন পরেও হাওড়া গুলিকাণ্ডে আততায়ী ধরা না পড়ায় প্রশ্নে পুলিশে ভূমিকা।
আরও খবর....
ফের রাজ্যে ধরা পড়ল নিম্নমানের ওষুধের চক্র! রাজ্য ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ফেল করল ৪টি আলাদা দোকান থেকে নেওয়া, একই কোম্পানির একই ডায়াবেটিসের ওষুধের ৪টি ব্যাচ। উদ্বিগ্ন চিকিৎসক থেকে সাধারণ মানুষ।
মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার। ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের কুপিলা বিশ্বাসপাড়ায় মিলল প্রচুর বোমা। মাটির নিচে তিনটি ড্রামে পুঁতে রাখা ছিল এই তাজা সকেট বোমা। ৬০-৭০টি বোমা রয়েছে তিনটি ড্রামে, অনুমান পুলিশের। বোমা নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর পুলিশের। কে বা কারা বোমা মজুত করেছিল, তদন্তে ডোমকল থানার পুলিশ।





























