Upcoming Royal Enfield Bike: ৫ অগাস্ট প্রকাশ্যে আসবে রয়্যাল এনফিল্ডের হান্টার, দাম কত হতে পারে ?
Royal Enfield Hunter 350: মাঝে আর কয়েকদিনের অপেক্ষা। ৫ অগাস্ট প্রকাশ্যে আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের হান্টার। এর মাত্র দু'দিন পর ৭ অগাস্টে লঞ্চ হবে বাইক।
Royal Enfield Hunter 350: মাঝে আর কয়েকদিনের অপেক্ষা। ৫ অগাস্ট প্রকাশ্যে আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের হান্টার। এর মাত্র দু'দিন পর ৭ অগাস্টে লঞ্চ হবে বাইক। Royal Enfield Classic 350 এ যে ইঞ্জিন রয়েছে, ওই একই ইঞ্জিন বাইকে ব্যবহার করা হবে। বাইকে ২০.২ hp শক্তি ও ২৭ Nm টর্ক থাকবে।
Upcoming Royal Enfield Bike: গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে এর নতুন নকশা তৈরি করা হয়েছে। অটো সাইটগুলির মতে, এই বাইকের ওজন Classic 350 ও Meteor 350 এর থেকে প্রায় ১৫ কেজি কম হবে। যা এর পারফরম্যান্স আরও উন্নত করতে চলেছে। হান্টারে পাবেন একটি ১৩৭০ এমএম-এর হুইলবেস। বাইকের দৈর্ঘ্য রাখা হয়েছে ২০৫৫ এমএম।
Royal Enfield Hunter 350: কী রং হবে হান্টারের
নতুন এই বাইক ডুয়াল টোন ও সিঙ্গল টোন কালার অপশনে পাওয়া যাবে। যার মধ্যে এর সব ভ্যারিয়েন্ট মোট ৮টি কালার অপশনে পাওয়া যাবে। এর টপ-এন্ড ভ্যারিয়েন্টে ডুয়াল-টোন কালার অপশন দেখা যাবে। ডিজাইন সম্পর্কে বলতে গেলে, হান্টার ৩৫০ বাইকটিকম উচ্চতার সিঙ্গল পিস সিট সহ আসবে।
Upcoming Royal Enfield Bike: দাম কত হবে বাইকের ?
শোনা যাচ্ছে, রয়্যাল এনফিল্ডের সবথেকে সাশ্রয়ী বাইক হতে চলেছে হান্টার। কোম্পানির মেটিওর 350 ও ক্লাসিক 350-র তুলনায় কম দাম হবে বাইকের। এই বাইকের প্রারম্ভিক মূল্য হতে পারে ১.৫ লক্ষ টাকা। যে কারণে এই বাইকটির ক্রেতা বেশি পাবে বলে আশা করা হচ্ছে। এতে, আপনি ট্রিপার ন্যাভিগেশন ও সিঙ্গল-চ্যানেল ABS সহ একটি Royal Enfield ব্র্যান্ডের বাইকের মালিক হওয়ার সুযোগ পাবেন। কোম্পানির এই বাইকের সঙ্গে Honda CB350 RS, Yezdi Scrambler-এর প্রতিযোগিতা হবে। তবে বাইক ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। ইতিমধ্যেই অনেক সাইটেই এই বাইকের ছবি ফাঁস হয়ে গিয়েছে। গাড়ি যুব প্রজন্মের কাছে আকর্ষণীয় হতে পারে বলে মনে করছে বাইক ব্লগাররা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
