Air India CEO: এয়ার ইন্ডিয়ার নয়া সিইও ঘোষণা টাটার
CEO & MD of Air India: সিঙ্গাপুরের এয়ারলাইন Scoot-এ সিইও হিসেবে কাজ করছেন ক্যাম্পবেল উইলসন।
নয়া দিল্লি: এয়ার ইন্ডিয়ার (Air India) সংস্থা আগেই হাতে এসেছে টাটাদের (Tata Sons)। এরপর ছিল এয়ার ইন্ডিয়ার সিইও (CEO) কে হবেন তা নিয়ে জল্পনা। এদিন টাটা ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি দিয়ে জানান হয় নয়া সিইও-এর নাম।
সেই বিবৃতি অনুসারে জানা গিয়েছে, ক্যাম্পবেল উইলসন (Campbell Wilson)-কে বেছে নেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার নয়া সিইও হিসেবে। সিঙ্গাপুরের এয়ারলাইন Scoot-এ সিইও হিসেবে কাজ করছেন ক্যাম্পবেল উইলসন।
Breaking :
— Tarun Shukla (@shukla_tarun) May 12, 2022
Scoot CEO Campbell Wilson appointed as the CEO & MD of Air India.
More : pic.twitter.com/GlIVOhZW8T
আরও পড়ুন, কাঠের টুকরোর মধ্যেই লুকিয়ে রয়েছে বিড়াল? দেখতে পেয়েছেন আপনি?
মোট ১৫টিরও বেশি দেশে কাজের অভিজ্ঞতা রয়েছে উইলসনের, এমনটাই জানা গিয়েছে। জাপান, কানাডা, হংকংয়ের মতো দেশে কাজ করেছেন তিনি। সিঙ্গাপুরের এসআইএ এয়ারলাইন্সে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। উল্লেখ্য, এই এসআইএ এয়ারলাইন্স আবার Tata-র Vistara-র সহযোগী কোম্পানি। বৃহস্পতিবার Tata Sons-এর তরফে এই ঘোষণা করা হয়েছে। এর আগে সিঙ্গাপুরের এয়ারলাইন স্কুটের CEO হিসেবেই কাজ করছেন ক্যাম্পবেল উইলসন। বর্তমানে তাঁর বয়স ৫০ বছর। মোট ২৬ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর, এমনটাই খবর।
এর আগে এয়ার ইন্ডিয়ার সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ ঘটল অ্যালায়েন্স এয়ার (Alliance Air) সংস্থার। এত দিন এয়ার ইন্ডিয়ার ভর্তুকিপ্রাপ্ত সংস্থা হিসেবে উড়ান পরিষেবার সঙ্গে যুক্ত ছিল তারা। তবে এ বার স্বাধীন সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করল তারা। ভারত সরকারের (Government of India) অধীনে থেকে ব্যবসা চালিয়ে যাবে।