Sensex at 80,000: ২০২২-এর ডিসেম্বরের মধ্যে ৮০,০০০ ছোঁবে সেনসেক্স ! পথে বাধা এই 'শত্রু'
Sensex at 80,000 : সেনসেক্স নিয়ে এই আশা করছেন মরগান স্ট্যানলির ইক্যুইটি স্ট্র্যাটেজিস্ট রিধাম দেশাই। তার নোটে দেশাই লিখেছেন, 'আমরা আশা করছি যে কোম্পানিগুলির আয় ২৭ শতাংশ হারে বাড়বে।''
Sensex at 80,000: কোভিডকালের পর দ্রুত গতিতে ছুটছে ভারতীয় শেয়ার বাজার। স্টক মার্কেটের পরিস্থিতি বলছে, আগামী দিনে সব রেকর্ড ভাঙবে 'বুল রান'। বাজার বিশেষজ্ঞরা বলছেন, মার্কেটের এই ঊর্ধ্বগতি জারি থাকলে ৮০,০০০ ছোঁবে সেনসেক্স। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই এই রেকর্ড গড়বে সেনসেক্স।
Morgan Stanley on Sensex: ৮০,০০০ পার করবে সেনসেক্স
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সেনসেক্স নিয়ে এই আশা করছেন মরগান স্ট্যানলির ইক্যুইটি স্ট্র্যাটেজিস্ট রিধাম দেশাই। তার নোটে দেশাই লিখেছেন, 'আমরা আশা করছি যে কোম্পানিগুলির আয় ২৭ শতাংশ হারে বাড়বে। এমন পরিস্থিতিতে সেনসেক্স ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ১৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সেই ক্ষেত্রে ৭০,০০০ স্পর্শ করবে সেনসেক্স। বাজারে বুল রান জারি থাকলে সেনসেক্স ৮০,০০০ ছুঁতে পারে।'' তবে এই আশার মধ্যে করোনার তৃতীয় ঢেউকেই আশঙ্কা হিসাবে দেখছেন দেশাই। তাঁর মতে, করোনার তৃতীয় ঢেউ ও লকডাউন এলেই সব হিসেব গুলিয়ে যেতে পারে।
Sensex at 80,000 obstacles: ৮০ হাজারের পথে বাধা
দেশাইয়ের মতে, বর্তমানে বাজারের ব্যাপক লাভের ফলে ভারত সারা বিশ্বের শেয়ার বাজারে সেরা পারফর্ম করবে। মনে করা হচ্ছে, ক্রমাগত উত্থানের ফলে ভারতীয় শেয়ারবাজার অনেক দামি হয়েছে যাচ্ছে। নোটে রিধাম দেশাই লিখেছেন, ভারতীয় বাজারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার একটা ফ্যাক্টর। একই সঙ্গে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি, করোনা মহামারীর তৃতীয় ঢেউ, বিধানসভা নির্বাচনের ফল, সুদের হার বৃদ্ধি সেনসেক্সের পথে বাধা হয়ে দাঁড়াতেপারে।
Invest In Large Cap: শেয়ার বাজারের এই পরিস্থিতিতে লার্জ ক্যাপে বিনিয়োগ করতে বলেছেন তিনি। দেশাইয়ের মতে, এরকম একটা অবস্থায় ভালো স্টকে বিনিয়োগ করতে হবে। স্মল ক্যাপের পরিবর্তে লার্জ ক্যাপ স্টককে অগ্রাধিকারের কথা বলেছেন তিনি। লক্ষণীয় বিষয়, সম্প্রতি ভারতের রেটিংকে নিচে নামিয়ে equal-weight-এ নিয়ে গিয়েছিল মরগান স্ট্যানলি।
আরও পড়ুন : SBI Update: ব্যাঙ্কে জমা টাকার থেকে বেশি তুলতে পারবেন, বিশেষ সুবিধা দিচ্ছে SBI
আরও পড়ুন : আরও পড়ুন : SBI Alert: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে স্টেট ব্যাঙ্কের এই নিয়ম, যাবে আরও টাকা