Stock market Update: আতঙ্ক জিইয়ে থামল সূচক, প্রথম 'রক্ষাকবচের' নিচে বাজার !
Share Market Update: দশা বদলাতে দিশা দেখাল না বাজার। দালাল স্ট্রিটে নিফটির সূচক থামল ১৭,৩০০-র নিচে। স্বাভাবিকভাবেই আগামী সপ্তাহের জন্য রইল অশনি সংকেত।
Share Market Update: শুক্রবারও জারি রইল অনিশ্চয়তা। দশা বদলাতে দিশা দেখাল না বাজার। দালাল স্ট্রিটে নিফটির সূচক থামল ১৭,৩০০-র নিচে। স্বাভাবিকভাবেই আগামী সপ্তাহের জন্য রইল অশনি সংকেত।
Stock market Update: কেমন গেল বাজার ?
এদিন খারাপ ফল করে রিয়েলটি, ফার্মা, তেল ও গ্যাসের সূচকগুলি। এইসব স্টকের অস্থিরতার কারণে দিনের শেষে নিফটি, সেনসেক্স লাল রঙে থেমেছে।সেই তুলনায় বেয়ারসদের সঙ্গে ভাল টক্কর দিয়েছে ব্যাঙ্ক ও ক্যাপিটাল গুডসের বুলসরা। অন্যান্য তেল ,গ্যাস ও রিয়েলটির সূচক নেমে আসে ১ শতাংশ। এদিন বিএসই স্মলক্যাপ ও মিডক্যাপ সূচকগুলিও লালে দৌড় শেষ করে।
Share Market Update: কততে নামল কোন সূচক ?
বৃহস্পতিবার ১৭৪০০ ছুঁয়ে ১৭,৩০৪-এ থেমে ছিল নিফটির সূচক। এদিন অবশ্য সেই প্লাটফর্ম ধরে রাখতে পারেনি নিফটি। দিনের শেষে ১৭,২৭৬.৩০-এ নেমেছে নিফটির সূচক। সেখানে ৫৭,৮৩২.৯৭-তে থামে সেনসেক্স, যা ০.১০ শতাংশ কম। তবে ভাল ফল দেখিয়েছে ব্যাঙ্কের সূচক। এদিন ০.১৮ শতাংশ ওপরে উঠেছে এই সূচক। ৩৭,৫৯৯.১৫ পয়েন্টে বন্ধ হয়েছে ব্যাঙ্ক নিফটি।
Share Market Update: রাশিয়া-ইউক্রেন সংঘাত
আমেরিকায় সুদের হার বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন টেনশনের দিকে তাকিয়েই সিদ্ধান্তহীনতায় ভুগছে দালাল স্ট্রিট। তবে নতুন রিপোর্ট বলছে, রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট। সেই কারণে এখনও 'সাইডওয়াইজ' সরছে বাজার।
Stock market Update: কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
নিফটি ১৭,৩০০ পয়েন্টের নিচে নেমে আশায় চিন্তা বাড়ছে বিনিয়োগরকারীদের। আগামী সপ্তাহে আমেরিকায় সুদের হার বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন টেনশনের একই হাল থাকলে বাজারও নিচের দিকেই যাওয়ার আশঙ্কা বেশি।বাজার বিশেষজ্ঞদের ধারণা, ১৭,৩০০-র নিচে নিফটি যাওয়ায় ফের বাড়তে পারে বিপদ। সেই ক্ষেত্রে ১৭,০০০-এ একটা সাপোর্ট নিতে পারে নিফটি। তাতে অসফল হলে ফের ১৬,৮০০-তে রয়েছে মজবুত সাপোর্ট। সেখান থেকে ফের ঘুরতে পারে বাজার। তবে ১৬,৮০০-র ঘরে গেলে মারাত্মক প্রভাব পড়বে বাজারে।