Stock Market: এই ৬ স্টকে হতে পারে লক্ষ্মীলাভ, আজ কীভাবে করবেন ট্রেড ?
Share Market: কোন স্টকগুলিতে ভরসা করলে আজ লাভ পাবেন। এই ৬ স্টকের কথা বলছেন বিশেষজ্ঞরা।
Share Market: গত সপ্তাহের শেষটা খুব একটা ভাল যায়নি ভারতীয় শেয়ার বাজারে। টানা দ্বিতীয় দিনে নীচে নেমেছে মার্কেট। NSE নিফটি 114 পয়েন্ট কমে 19,428 স্তরে শেষ করেছে। সেখানে BSE সেনসেক্স 365 পয়েন্ট কমে 65,322 পয়েন্টে দৌড় থামিয়েছে। একই অবস্থা হয়েছে ব্যাঙ্ক নিফটির।
যেখানে ব্যাঙ্ক নিফটি সূচক 342 পয়েন্ট ভেঙে 44,199 স্তরে বন্ধ হয়েছে। পুরো বাজারের দিকে তাকালে স্মল-ক্যাপ সূচক 0.31 শতাংশ কমে বন্ধ হয়েছে। অপেক্ষাকৃত মিড-ক্যাপ সূচক শুক্রবার 0.13 শতাংশ ইন্ট্রাডে ক্ষতির সঙ্গে দৌড় থামিয়েছে।
Day Trading Guide: স্টক মার্কেটের জন্য আজকের ডে ট্রেডিং গাইড
আজ নিফটির বিষয়ে এইচডিএফসি সিকিউরিটিজের টেকনিক্যাল গবেষণা বিশ্লেষক নাগরাজ শেট্টি বলেছেন, "আগামী সেশনে বাজার 19,290 বা তার নিচে নেমে যেতে পারে। এখান থেকে যেকোনও রেজিস্ট্যান্স থেকে বাউন্স করতে পারে বাজার। স্বল্প মেয়াদের জন্য প্রায় 19,550 স্তর পর্যন্ত ওপরে মুভ করার ক্ষমতা রাখে বাজার।"
1] টাটা স্টিল: 120.30 এ কিনুন, লক্ষ্য 126, স্টপ লস 117।
2] পাওয়ার গ্রিড কর্পোরেশন: 244 এ কিনুন, লক্ষ্য 256, স্টপ লস 238।
3] টাটা মোটরস: 612 এ কিনুন, লক্ষ্য 625, স্টপ লস 602।
4] বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ: 2350 এ কিনুন, লক্ষ্য 2400, স্টপ লস 2320।
5] IRCTC: 662 এ কিনুন, লক্ষ্য 700, স্টপ লস 645।
6] গুজরাত গ্যাস লিমিটেড: 460 এ বিক্রি করুন, লক্ষ্য 440, স্টপ লস 470।
Sensex: কীসের ভিত্তিতে আজ ঘুরবে বাজার
মার্কিন- চিন উত্তেজনার দুর্বল বৈশ্বিক ইঙ্গিত গত সপ্তাহে প্রভাব ফেলেছে ভারতীয় স্টক মার্কেটে। দ্বিতীয় টানা সেশনে নিম্নমুখী হয়েছে বাজার। NSE নিফটি 114 পয়েন্ট কমে 19,428 স্তরে শেষ করেছে। BSE সেনসেক্স 365 পয়েন্ট কমে 65,322 পয়েন্টে থেমেছে। সেখানে ব্যাঙ্ক নিফটি সূচক 342 পয়েন্ট বেড়ে 44,199 স্তরে বন্ধ হয়েছে। সেই ক্ষেত্রে অ্যাডভান্স ডিক্লাইন রেসিও 0.65:1 এ নেমে যাওয়ার পরেও সব বাজার সূচকগুলি নিফটির থেকে কম পড়েছিল।
Nifty: সোমবারের জন্য ইন্ট্রাডে ট্রেডিং কৌশল
বৈশালী পারেখ, ভাইস প্রেসিডেন্ট — প্রভুদাস লিলাধরের টেকনিক্যাল রিসার্চ বিশ্বাস করেন, নিফটি আজ 19,300 স্তরে গুরুত্বপূর্ণ সাপোর্ট পেতে পারে। এই সাপোর্ট ভেঙে গেলে বাজার আরও খারাপ দিকে যাবে। আজকের জন্য বৈশালী পারেখ তিনটি ইন্ট্রা-ডে স্টক সুপারিশ করেছেন, সেই ট্রেডিং স্টকগুলি হল IRCTC, NOCIL ও স্নাইডার ইলেকট্রিক৷
আজ নিফটির দৃষ্টিভঙ্গি সম্পর্কে বৈশালী পারেখ বলেন,"চলতি সপ্তাহে নিফটি সূচকে 19,300 স্তরের গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন থাকবে। যদি তা ভাঙে তবে তা আরও নীচের দিকে ট্রিগার করতে পারে। প্রবণতাকে সামগ্রিকভাবে দুর্বল করে দেবে। সেই ক্ষেত্রে 18,800-র জোনের কাছে বড় সাপোর্ট থাকছে। তবে সামনের রেজিস্ট্যান্স হতে পারে 19,600 পয়েন্ট। একবার এই স্টক অতিক্রম করলে ফের ২০ হাজারের দিকে ছুটবে বাজার।"
আরও পড়ুন: Stock Market: আজ কিনতে পারেন এই তিন স্টক, সুপারিশ করছেন বিশেষজ্ঞরা