Gold Silver Price: ১ লক্ষ টাকা ছাড়াল রুপোর দাম, পুজো শেষে সোনার দামে কী বদল ?
Silver Price on 13 October: আজ রুপোর দামে অনেকখানি উত্থানের পরে দিল্লিতে আজ রুপোর দাম চলে গিয়েছে ১ লক্ষ ১ হাজার টাকা প্রতি কেজিতে। হায়দরাবাদে রুপোর দাম ১ লক্ষ ৩ হাজার টাকা কেজিতে, কেরালাতেও একই দাম।
Silver Price Today: বেশ কিছুদিন আগেই সোনা রুপোর দাম অনেকটাই কমে গিয়েছিল। তবে এবার ফের দাম বাড়তে শুরু করেছে। বুলিয়ন মার্কেটে আজ রুপোর দাম অনেকাংশে বেড়ে যায়। ১ লাখ টাকার বেশি চলে যায় রুপোর দাম (Silver Rate)। আজ সাপ্তাহিক ছুটি ছিল ফিউচারস মার্কেটে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে আজ ছুটি ছিল আর তাই আজকের দাম বৃদ্ধি ফিউচারস মার্কেটে নয়, বরং দেশীয় ডোমেস্টিক মার্কেটে ধরা পড়বে। রুপোর দাম (Gold Silver Price) ১ লক্ষ টাকার উপর চলে গিয়েছে। আজ দেশের রাজধানী দিল্লিতে এক লক্ষ টাকার বেশি দরে আজ বিকোচ্ছে রুপো, ফলে অনেকটাই বিলাসবহুল হয়ে গিয়েছে আজ রুপোর দাম।
রুপোর দামে কী বদল
আজ রুপোর দামে অনেকখানি উত্থানের পরে দিল্লিতে আজ রুপোর দাম চলে গিয়েছে ১ লক্ষ ১ হাজার টাকা প্রতি কেজিতে। হায়দরাবাদে রুপোর দাম ১ লক্ষ ৩ হাজার টাকা কেজিতে, কেরালাতেও একই দাম রয়েছে। ভারতের বহু রাজ্যেই রুপোর দাম এখন কেজিতে ৯৭ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এর আগে ১১ অক্টোবর দেখা গিয়েছিল রুপোর দাম কেজিতে ২ হাজার টাকা বেড়ে গিয়েছে।
রুপোর দাম কেন ১ লক্ষ ছাড়াল
দেশে এখন সোনার দাম খুবই বেশি। এখন তাই বিনিয়োগকারীরা সোনার থেকে রুপোর উপর বেশি জোর দিচ্ছেন। তারা এখন সোনার থেকেও বেশি পরিমাণে রুপো কিনতে চাইছেন। আর এর ফলে রুপোর দাম সোনার থেকেও বেশি হারে বেড়ে গিয়েছে। আজ আরও একবার ১ লক্ষ ছাড়াল রুপোর দাম। শিল্পক্ষেত্রে রুপোর প্রয়োগ রয়েছে, দেশে শিল্পের গতি অনেক বেশি এখন। ফলে রুপোর চাহিদাও অনেক বেশি, দামও বাড়ছে সেই কারণে।
দেশের কোথায় কোথায় রুপোর কী দাম
আহমেদাবাদে রুপোর দাম প্রতি কেজিতে ৯৭ হাজার টাকা।
অযোধ্যাতে আজ রুপোর দাম কেজিতে ৯৭ হাজার টাকা।
দিল্লিতে রুপোর দাম এক কেজিতে ১ লক্ষ ১ হাজার টাকা।
হায়দরাবাদে রুপোর দাম এক কেজিতে ১ লক্ষ ৩ হাজার টাকা।
কেরালায় রুপোর দাম কেজিতে ১ লক্ষ ৩ হাজার টাকা।
আন্তর্জাতিক বাজারে রুপোর কী দাম
আজ আন্তর্জাতিক বাজারে রুপোর দাম আকাশ ছুঁয়েছে। আর এর প্রভাব দেখা যাচ্ছে ঘরোয়া বাজারেও। আন্তর্জাতিক বাজারে ১.৫৮ শতাংশ দাম বেড়েছে রুপোর। তারপর রুপোর দাম ৩১,৭৩৫ ডলার কমেছে প্রতি আউন্সে। আগামী দিনে দাম আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
সোনার দাম কত চলছে
আজ সোনার দামও বেশ খানিকতা বেড়েছে মহানগরগুলিতে। আজ দিল্লিতে ২৪ ক্যারাট সোনার দাম ৭৭,৮৪৩ টাকা প্রতি ১০ গ্রামে। চেন্নাইতে ১০ গ্রাম সোনার দাম ৭৭,৬৯১ টাকা। মুম্বইতে সোনার দাম ৭৭,৬৯১ টাকা প্রতি ১০ গ্রামে। কলকাতায় আজ দাম চলছে ৭৭,৬৯৫ টাকা।