Stock Market Closing: সেনসেক্সে ২০০ পয়েন্টের লাফ, ১৭৭৮৬-তে বন্ধ নিফটি, সোমে কোন লক্ষ্যে নামবে বাজার ?
Share Market: সামনের সপ্তাহেই ফের রেপো রেট বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। এই খবর প্রকাশ্যে এলেও সপ্তাহের শেষ দিনে সেরকম প্রতিক্রিযা দেখাল না বাজার
Share Market: সামনের সপ্তাহেই ফের রেপো রেট বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। এই খবর প্রকাশ্যে এলেও সপ্তাহের শেষ দিনে সেরকম প্রতিক্রিযা দেখাল না বাজার। বেয়ারদের নিচে ফেলে ওপরে ক্লোজ করল বুলরা। সবুজেই বন্ধ হল নিফটি, সেনসেক্স।
Stock Market Closing: আজ কেমন ছিল বাজার ?
এদিন ভারতীয় শেয়ার বাজারের গতি চমকে দিয়েছিল অনেককেই। বিনিয়োগকারীরা আশঙ্কা করছিলেন, রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নিয়ে বৈঠকের খবর ফের পতন দেখাতে পারে বাজারে। যদিও সেরকতম কিছু হয়নি এদিন। তবে বেশ কয়েকবার এদিন লালে চলে যায় বাজার। তবে কিছুক্ষণের মধ্যেই ফের তা সবুজে ফিরে আসে।
Share Market: কত বাড়ে কমে মার্কেট ?
বিনিয়োগকারীদের কেনার ভিত্তিতে বাজারে আজ ভাল গতির সঙ্গে ব্যবসা বন্ধ হয়েছে। সেনসেক্সে ২০০ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে লেনদেন করে বন্ধ হয়েছে। নিফটি ১৭৮০০-র কাছাকাছি ক্লোজিং দেখাতে সক্ষম হয়েছে। আজ ব্যাঙ্ক নিফটির পতন বাজারের গতিকে সীমিত করেছে, অন্যথায় এটি আরও গতিতে বন্ধ হতে পারত। আজ মিডক্যাপ স্টকগুলিতেও পতন হয়েছে।এদিন BSE 30-র শেয়ার সূচক সেনসেক্স ২০৩ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 0.34 শতাংশ বেড়ে ৫৯,৯৫৯ এ বন্ধ হয়েছে। সেখানে NSE-র 50-শেয়ার সূচক নিফটি ৪৯.৮৫ পয়েন্ট বা ০.২৮ শতাংশ গতি দেখিয়ে ১৭৭৮৬-এর স্তরে বন্ধ হয়েছে। এই পুরো সপ্তাহের কথা বললে নিফটি এক শতাংশ লাফ দিয়ে বন্ধ হয়েছে।
আজ বেড়েছে
আজকের বৃদ্ধির স্টকগলির সম্পর্কে কথা বললে, সেনসেক্সের শীর্ষ লাভকারীদের মধ্যে মারুতি প্রায় ৫ শতাংশ বেড়েছে। এছাড়াও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এমএন্ডএম, এনটিপিসি, এইচডিএফসি, টাইটান, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিন্যান্স, এলএন্ডটি, নেসলে, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইচইউএল-এর মতো শেয়ারগুলি বড় লাভের সঙ্গে ব্যবসা বন্ধ করেছে। অন্যদিকে, ভারতী এয়ারটেল, এইচসিএল টেক, উইপ্রো, এইচডিএফসি ব্যাংক, এশিয়ান পেইন্টস, টিসিএস ও আল্ট্রাটেক সিমেন্টের শেয়ারও শক্তি দেখিয়েছে।
আজকের পতনশীল স্টক
এদিন আইটিসি, এইচসিএল টেক, ইনফোসিস, ডাঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ, অ্যাক্সিস ব্যাঙ্ক, এসবিআই, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাঙ্ক, টেক মহিন্দ্রা এবং টাটা স্টিল শেয়ারের পতনের সঙ্গে ট্রেড বন্ধ করেছে।
আজ কোন খাতে কী হয়েছে ?
আজ, অটো, তেল-গ্যাস খাত ছাড়া বাকি সব খাতই পতনের লাল চিহ্নে বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা যাচ্ছে মেটাল, মিডিয়া, আইটি, ফার্মা, স্বাস্থ্যসেবা ও ব্যাঙ্ক খাতের শেয়ারে।