Tata Steel Share: হাসি ফোটাল টাটা স্টিল! আজ কেন বাড়ল শেয়ার দর? আরও কী বাড়বে?
Tata Steel Stock Price: BSE -তে ২.৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩৪.২০ টাকায়। আজ বাজারে সর্বোচ্চ ১৩৪.৭০ টাকা ছুঁয়ে ফেলেছিল এর শেয়ার দর
কলকাতা: গত দুদিনের ধসের পরে আজ বাজারে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে ভারতের বৃহৎ ইস্পাত প্রস্ততকারী সংস্থা টাটা স্টিল (Tata Steel)। আজ NSE-তে ২.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর শেয়ার দর। বাজার শেষে দাঁড়িয়েছে ১৩৪.২৫ টাকা। BSE -তে ২.৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩৪.২০ টাকায়। আজ বাজারে সর্বোচ্চ ১৩৪.৭০ টাকা ছুঁয়ে ফেলেছিল এর শেয়ার দর (Tata Steel Share Price)। যদিও গত ৫২ সপ্তাহের বিচারে টাটা স্টিলের শেয়ার সর্বোচ্চ দর উঠেছিল ১৪১.২৫ টাকায়।
টাটা স্টিলের সঙ্গে মার্জ করেছে Tinplate Company of India. এদিনই সেই রেকর্ড ডেট। আর এদিনই বৃদ্ধি পেল টাটা স্টিলের শেয়ার দর। রেকর্ড ডেট হল টিনপ্লেট কোম্পানি অফ ইন্ডিয়ার শেয়ারহোল্ডারদের নির্ধারণের কাট-অফ তারিখ যাঁরা শেয়ার বিনিময়ের অনুপাতে টাটা স্টিল লিমিটেডের সম্পূর্ণ পরিশোধিত ইক্যুইটি শেয়ার পাওয়ার অধিকারী হবেন। সম্প্রতি Tinplate Company of India ঘোষণা করেছিল ১৯ জানুয়ারি রেকর্ড ডেট হবে।
এখন টাটা স্টিলের মার্কেট ক্যাপিটালাইজেশন দাঁড়িয়েছে ১,৬১,১৫৭ কোটি টাকায়। যেখানে সংস্থার ROE বা রিটার্ন অন ইক্যুইটি ০.৭৮ শতাংশ। ডেট টু ইক্যুইটি দাঁড়িয়ে ১.০১-এ। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন সংস্থার পারফরম্যান্স বেশ ভাল। তাই এই সংস্থা দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ভাল হতে পারে। যদিও সাম্প্রতিক তথ্য বলছে টাটা স্টিলের আয় বা রেভিনিউ গত তিনটি ত্রৈমাসিকে ক্রমশ কমেছে। বিভিন্ন ক্ষেত্রে যে রিপোর্ট উপলব্ধ তাতে দেখা যাচ্ছে, এই সংস্থায় প্রোমোটারদের হাতে ৩৩.৯০ শতাংশ শেয়ার, খুচরো বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৫ শতাংশের আশেপাশে, বিদেশি সংস্থার বিনিয়োগ রয়েছে ২০ শতাংশের মতো, দেশীয় বিনিয়োগকারী সংস্থার শেয়ার রয়েছে ১০.৮৯ শতাংশ। মিউচুয়াল ফান্ডগুলিরও ভাল বিনিয়োগ রয়েছে এখানে।
এরই মধ্যে জানুয়ারি মাসেই সংস্থার বোর্ড অফ ডিরেক্টর্সদের মিটিং রয়েছে।
এরই মধ্যে একটি খবরও এসেছে এই সংস্থাকে নিয়ে, ব্রিটেনে সংস্থার সবচেয়ে বড় প্ল্যান্টে ফার্নেস বন্ধ করতে চলেছে এই সংস্থা। সাউথ ওয়েলসে পোর্ট ট্যালবটের কারখানার সবচেয়ে বড় ছাঁটাই হতে পারে এই কারণে। খবরে প্রকাশ টাটা স্টিল পরিবেশগত দিকের কথা মাথায় রেখে ব্লাস্ট ফার্নেসের পরিবর্তে ইলেকট্রিক আর্ক ফার্নেসে ইস্পাত তৈরির প্রস্ততি নিচ্ছে, যেখানে লোক অনেকটাই কম লাগবে। যার ফলে কাজ হারাতে পারেন অনেকে। এই সিদ্ধান্তের কোনও প্রভাব কী সংস্থায় স্টকের দামে পড়বে?দেখা যেতে পারে পরের সপ্তাহের বাজার খুললে।
আরও পড়ুন: আমন্ত্রণপত্রে প্রবেশ-অনুমতি নয়! রাম মন্দিরে লাগবে 'এন্ট্রি পাস'!