Union Budget 2022: ‘আত্মনির্ভর হবে দেশ, এই বাজেট বর্তমান, ভবিষ্যতের বাজেট' মন্তব্য সুকান্ত মজুমদারের
'এই বাজেট বর্তমান, ভবিষ্যতের বাজেট'। সোমবার সংসদে বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির।
কলকাতা: ‘আত্মনির্ভর হবে দেশ, বাজেটে অরগ্যানিক ফার্মিংকে গুরুত্ব, যুগান্তকারী পদক্ষেপ। এই বাজেট বর্তমান, ভবিষ্যতের বাজেট। সোমবার সংসদে বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। এ দিন তিনি বলেন, ‘প্রতিরক্ষা সামগ্রী আরও বেশি ব্যবহারের সুযোগ রয়েছে। পাশাপাশি ৪০০ বন্দে ভারত ট্রেন, উন্নতি হবে যোগাযোগ ব্যবস্থার। অঙ্গনওয়াড়ির মাধ্যমে বাংলার শিশুরা খাদ্য পাবে। ডিজিটাল কারেন্সির মাধ্যমে ভারতবর্ষ আরও উন্নত হবে।’
যদিও ভিন্নসুর বিরোধীদের গলায়। তুঙ্গে তরজা। বিজেপির দাবি এটি দূরদর্শী বাজেট। অন্তঃসারশূন্য, বড় বড় কথা, আক্রমণে মমতা। মধ্যবিত্ত-চাকরিজীবীদের জন্য বিশ্বাসঘাতকতা, বলছে কংগ্রেস। কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনায় কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর মন্তব্য, ‘মোদি সরকারের এই বাজেট অন্তঃসারশূন্য। কেন্দ্রের বাজেটে চাকরিজীবীদের জন্য কিছুই নেই। মধ্যবিত্ত-গরিব-যুব সমাজ-কৃষকদের কিছুই নেই।'
অন্যদিকে এই বাজেটকে শূন্য বলেই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন ট্যুইটে মমতা বন্দ্য়োপাধ্যায় লিখেছেন, ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট একটা শূন্য মাত্র। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিতে এমনিতেই জর্জরিত সাধারণ মানুষ। এই বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে। কোনওকিছুই কেন্দ্রের এই বাজেটে গুরুত্ব পায়নি।’ পেগাসাস-স্পিন বাজেট লিখে ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোট। তা আগে আজ সংসদে বাজেট ২০২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে এবারের বাজেটেও কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকরিজীবীর জন্য। অপরিবর্তিত থাকছে ব্যক্তিগত করকাঠামো। মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছে কংগ্রেস। তবে চলতি আর্থিক বছরে আরবিআই-এর হাত ধরে দেশ পাচ্ছে নিজস্ব সরকারি ডিজিটাল কারেন্সি।
ডিজটাল লেনদেন থেকে আয়ে লাগবে ৩০ শতাংশ কর। ৬০ লক্ষ নতুন চাকরি, আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরি এবং প্রতি ঘরে নলবাহিত জল পৌঁছতে বরাদ্দ ৬০ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি রয়েছে এই বাজেটে। শুল্ক হ্রাসের ফলে দাম কমছে জামা-কাপড়, চামড়াজাত দ্রব্য,কৃষি উপকরণ হিরের অলঙ্কারের। সস্তা হচ্ছে মোবাইল ফোন ও চার্জার।