Vodafone Update: অনিল আম্বানির পর এবার বকেয়া ঋণ মেটাবে ভোডাফোন, শেয়ারের দাম বাড়বে ?
Vodafone Update: ভোডাফোন জানিয়েছে, ইন্ডাস টাওয়ার লিমিটেড সংস্থায় ভোডাফোন গ্রুপ তাদের মোট ৪৮.৪৭ কোটি শেয়ার বিক্রি করে দিয়েছে। ইন্ডাসের শেয়ার মূলধনের মোট ১৮ শতাংশ স্টেক বিক্রি করেছে ভোডাফোন।
Vodafone Share Price: ভোডাফোন আইডিয়ার প্যারেন্ট সংস্থা এবং ব্রিটিশ টেলিকম জায়ান্ট হিসেবে খ্যাত ভোডাফোন ইন্দাস টাওয়ারে তার ১৮ শতাংশ স্টেক বিক্রি (Vodafone Stake Sell) করেছে সম্প্রতি। ১৫,৩০০ কোটি টাকায় এই ইন্ডাস টাওয়ারের স্টেক বিক্রি করেছে ভোডাফোন (Vodafone Idea Share Price)। আর এইভাবে সংগৃহীত টাকা দিয়ে ব্যাঙ্কের সমস্ত বকেয়া মিটিয়ে দেবে সংস্থা, এমনটাই জানিয়েছে ভোডাফোন।
একটি বিবৃতিতে ভোডাফোন জানিয়েছে, ইন্ডাস টাওয়ার লিমিটেড সংস্থায় ভোডাফোন গ্রুপ তাদের মোট ৪৮.৪৭ কোটি শেয়ার বিক্রি করে দিয়েছে। ইন্ডাসের শেয়ার মূলধনের মোট ১৮ শতাংশ স্টেক বিক্রি করেছে ভোডাফোন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, স্টেক বিক্রি করে ভোডাফোন ১৫৩ বিলিয়ন ডলার আয় করেছে। আর এই টাকা দিয়ে ভারতে ভোডাফোনের অ্যাসেট কেনার জন্য ব্যাঙ্কের কাছে যে ১.৮ বিলিয়ন ইউরো ঋণ রয়েছে, তা মিটিয়ে দেবে সংস্থা। এই স্টেক বিক্রির পর এখন ইন্ডাস টাওয়ারে ভোডাফোনের শুধুমাত্র ৩.১ শতাংশ স্টেক রয়েছে।
একটি ব্লক ডিলের মাধ্যমে ইন্ডাস টাওয়ারের এই স্টেক বিক্রি করেছে ভোডাফোন। আর এই ব্লক ডিলে অংশ নিয়েছে ভারতী এয়ারটেলও। ইন্ডাস টাওয়ারে ভারতী এয়ারটেলের ২.৬৯ কোটি শেয়ার কেনা আছে এবং ভোডাফোন শেয়ার বেচে দেওয়ায়র ফলে ভারতী এয়ারটেলের স্টেক ইন্ডাস টাওয়ারে ১ শতাংশ বেড়ে গিয়েছে।
রেগুলেটরি ফাইলিংয়ে ভারতী এয়ারটেল জানিয়েছে, সংস্থা বিশেষ কমিটির অনুমোদনের পরেই ইন্ডাস টাওয়ারের ২.৭ কোটি শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরেই বাজারে এক শতাংশ ইকুইটি শেয়ার অধিগ্রহণ করেছে এয়ারটেল। এর পরে এখন ইন্ডাস টাওয়ারে ভারতী এয়ারটেলের স্টেকের পরিমাণ ৪৭.৯৫ শতাংশ।
আর এই ব্লক ডিলের ফলে ভোডাফোন আইডিয়ার স্টকের দাম ০.০৬ শতাংশ বেড়ে ১৬.৯২ টাকায় বন্ধ হয়েছে গতকালের বাজারে। ইন্ডাস টাওয়ারের স্টকের দাম খানিক কমে ৩৩৪ টাকায় বন্ধ হয়েছে। ২.৮৮ শতাংশ কমেছে এই স্টকের দাম। অন্যদিকে ভারতী এয়ারটেলের শেয়ারের দাম ২.৪৯ শতাংশ কমে ১৩৯৩ টাকায় বন্ধ হয়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Stocks To Watch: এই স্টকগুলিতে আজ রয়েছে বড় খবর, টাটা মোটরস, পিএনবি হাউজিং ছাড়াও রয়েছে আরও নাম